বুধবার, ৬ জুলাই ২০১৬
প্রথম পাতা » ভোলা | শিরোনাম | সর্বশেষ » ভোলা বাপ্তায় হিন্দু সম্প্রদায়কে হত্যার হুমকি
ভোলা বাপ্তায় হিন্দু সম্প্রদায়কে হত্যার হুমকি
লালমোহন বিডিনিউজ ,ভোলা সংবাদদাতা : ভোলা সদরের বাপ্তা ইউনিয়নের ১নং ওয়ার্ডে শ্রীমন মহাপ্রভুর মন্দির ও এর পাশে বসবাস করা হিন্দু সম্প্রদায়ের মানুষকে চিঠির মাধ্যমে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
মঙ্গলবার সন্ধ্যা ছয়টার দিকে এ ঘটনা ঘটে।
ভোলা জেলা পূজা উদযাপন কমিটির সেক্রেটারী গৌরাঙ্গ চন্দ্র দে জানান, আমাদের পুরো হিন্দু সম্প্রদায়ের মানুষকে চিঠির মাধ্যমে হত্যার হুমকি দেওয়া হয়েছে আমরা সবাই হুমকির মুখে আছি। আমরা সরকারের কাছে আমাদের নিরাপত্তা দাবি করছি।
স্থানীয় মন্দির কমিটির সদস্য নীহার কুমার মজুমদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সন্ধ্যায় মন্দিরের প্রণামী বাক্স খোলার পর একটি হাতে লেখা চিঠি পাওয়া যায়। এতে লেখা আছে, ‘সাবধান থেকে লাভ নেই। তোদেরকে হত্যা করা হবে। জবাই করে হত্যা করা হবে।’
ভোলা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর খায়রুল কবির জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। তাদের নিরাত্তা ব্যবস্থায় পুলিশের টহল জোরদার কারা হয়েছে।