
রবিবার, ৩ জুলাই ২০১৬
প্রথম পাতা » লালমোহন | শিরোনাম | সর্বশেষ » ভোলায় ঈদ সামগ্রী বিতরণ করলেন এমপি শাওন
ভোলায় ঈদ সামগ্রী বিতরণ করলেন এমপি শাওন
লালমোহন বিডিনিউজ ,সিরাজ মাসুদ: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় ও দরিদ্রদের মাঝে শাড়ি, লুঙ্গি ও নগদ অর্থ বিতরণ করলেন ভোলা ৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধরী শাওন। শনিবার বিকেলে তার বাসভবনে প্রায় দুই হাজার নারী পুরুষ ও শিশুদের মাঝে এই সাহায্য বিতরণ করেন এমপি শাওন।
পরে তজুমদ্দিন উপজেলা আওয়ামীলীগ আয়োজিত ইফতার ও দোয়ামাফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তিনি। এ সময় এমপি শাওন বলেন, খালেদা জিয়াই কাম্পে গিয়ে তাদেরকে সাহায্য করেছে যারা ১৯৭১ সালের মুক্তিযোদ্ধাদের বিরুদিতা করেছে। যারা জাতিকে ধ্বংস করার জন্য স্বরযন্ত্র করেছে।
এসময় লালমোহন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াসউদ্দিন আহমেদ,ভাইচ চেয়ারম্যান ফখরুল আলম হাওলাদার, পৌর আওমালীগ সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাদল, তজুমদ্দিন উপজেলা চেয়ারম্যান অহিদ উল্যাহ জসিম, তজুমদ্দিন আওয়ামীলীগ সভাপতি ফখরুল আলম জাাহাঙ্গীর, সম্পাদক ফজলুল হক দেওয়ান এবং বিভিন্ন ইউপি চেয়ারম্যান সহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।