রবিবার, ৩ জুলাই ২০১৬
প্রথম পাতা » চরফ্যাশন | শিরোনাম | সর্বশেষ » রমজান ও ঈদকে ঘিরে চরফ্যাশনে ভেজাল পণ্যে সয়লাব
রমজান ও ঈদকে ঘিরে চরফ্যাশনে ভেজাল পণ্যে সয়লাব
লালমেহন বিডিনিউজ,কামরুজ্জামান শাহীন,চরফ্যাশন:পবিত্র মাহে রমজান মাস ও ঈদকে পুঁজি করে ভেজাল পণ্য ও ওজনে কম কেনা-বেচায় সক্রিয় হয়ে উঠেছে চরফ্যাশন এলাকার অসাধু ব্যবসায়ীরা। সরকার ঘোষিত ভেজাল বিরোধী জরুরি অভিযানের নির্দেশ থাকলেও চরফ্যাশনের কোথাও কোন বাজারেই এ কার্যক্রম চোখে পড়েনি। উপজেলা সদর, শশীভূষণ, দক্ষিণ আইচা, চেয়াম্যান বাজার, দুলার হাট বাজার কেরামগঞ্জ বাজার ও আনঞ্জুর হাট বাজারসহ বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, খোলা আকাশের নিচে অস্বাস্থ্যকর পরিবেশে বিক্রি হচ্ছে ইফতার সামগ্রী। নিম্নমানের ময়দা, তেল, রং, ব্যাসন দিয়ে তৈরি এসব পণ্য সামগ্রী খেয়ে অসুস্থ হয়ে পড়ছেন রোজাদারসহ ছোট ছোট ছেলেমেয়েরা। আরো দেখা গেছে, মুদির দোকানদারেরা ভেজাল দ্রব্য ভাল মানের জিনিস বলে বিক্রি করছে সহজ সরল ক্রেতাদের কাছে। ক্যামিক্যাল মিশ্রিত সয়াবিন তেল, আটা, ময়দা ও মেয়াদ উত্তীর্ণ চানাচুর, বিস্কুট, হরলিক্স, জুস, গুড়োদুধসহ বিভিন্ন ভেজাল দ্রব্যে এসব বাজার ছেয়ে গেছে। চাইলেই কম দামে পাওয়া যাচ্ছে এসব পণ্য দ্রব্য। এছাড়া হোটেল, রেস্তরা, বেকারীতে নিয়মিত তৈরি হচ্ছে নিম্নমানের খাবার। এসব খাবার খেয়ে নানাবিধ রোগে আক্রান্ত হচ্ছে সাধারণ মানুষ। উপজেলা ও থানা এলাকার বেশ কয়েকটি বেকারীতে দেখা গেছে সেখানে যে পরিবেশে পণ্য সামগ্রী তৈরি হচ্ছে তা অত্যন্ত নোংরা ও অস্বাস্থ্যকর। মুখে রুমাল দিয়ে এসব বেকারীর মধ্যে প্রবেশ করতে হয়। তাছাড়া এসব বেকারীর পণ্য তৈরির কোন অনুমোদনও নেই। এছাড়া পণ্যের পরিমাপ সঠিক নেই। কম্পিউটারে তৈরিকৃত সীলমোহর ব্যবহার করে চলছে এসব বেকারীর উৎপাদন কার্যক্রম। ভেজাল থেকে মুক্ত নেই ফলের দোকানও। ফলের আকার আকৃতি ঠিক রাখতে উজ্জলতা বজায় রাখার জন্য ব্যবহার করা হচ্ছে কার্বাইড। চরফ্যাশনে মূল বাজারে মাছ ব্যবসায়ী ও কাঁচাবাজার ব্যবাসায়ীদের সিন্ডিকেট ব্যবসা করতে দেখে গেছে। রমজান মাস ও ঈদকে কেন্দ্র করে এই সিন্ডিকেট ব্যবসা আরো জোরদার হয়েছে। চরফ্যাশন থানার অফিসার ইনর্চাজ(ওসি)মু.এনামুল হক জানান, ভেজাল পণ্যের বিরুদ্ধে অভিযান পরিচালনা ভ্রাম্যমান আদালতের কাজ। আমরা আইন শৃংখলার রক্ষার দায়িত্বে।