রবিবার, ৩ জুলাই ২০১৬
প্রথম পাতা » চরফ্যাশন | শিরোনাম | সর্বশেষ » ভয়াভহ লোডশেডিংয়ে চরফ্যাশনের নাগরিক জীবন - লোডশেডিংয়ে কেড়ে নিলো ওদের জ্বলবার ক্ষমতা
ভয়াভহ লোডশেডিংয়ে চরফ্যাশনের নাগরিক জীবন - লোডশেডিংয়ে কেড়ে নিলো ওদের জ্বলবার ক্ষমতা
লালমোহন বিডিনিউজ ,কামরুজ্জামান শাহীন,চরফ্যাশন:রাতের আধাঁরে গ্রাম বাংলায় জোনাক পোকার মতো জ্বলা এই বাতিগুলো হঠাৎ হঠাৎ বন্ধ হয়ে যায় কেন?। কারণ লোডশেডিং কেড়ে নিলো ওদের জ্বলবার ক্ষমতা। চলতি রমজানে ইফতার ,সেহরির ও তারাবীর সময় এ অবস্থা আরও দুর্বিষহ হয়েছে। তাই দুর্ভোগের সাথে আপস করেই চলছে চরফ্যাশনের মানুষের নাগরিক জীবন।উপজেলার বিভিন্ন জায়গায় দিনে-রাতে কয়েকবার করে চলছে আধাঁরের সাথে আলোর লুকোচুরি। শুধু বাসাবাড়িতেই নয় বিদ্যুৎ দিয়েই যাদের জীবিকা গত কয়েকদিনে তারাও পড়েছেন ভয়াভহ দুর্ভোগে।
চাহিদার কথা মাথায় রেখে গত কয়েক বছরে দেশে বিদ্যুতের উৎপাদন বেড়েছে কিন্তু সেই চাহিদা মেটাতে উন্নত হয়নি বিতরণ ব্যবস্থা। তাই উৎপাদিত বিদ্যুতের পুরো সুবিধা নিতে পারছে না গ্রাহকেরা। ফলে চলতি রমজানেও ভয়াভহ লোডশেডিং এর দুর্ভোগ পোহাচ্ছেন চরফ্যাশন উপজেলাবাসী।সংকটের কথা স্বীকার করে পিডিবি ও পল্লীবিদ্যূৎ সমিতির কর্মকর্তারা বলছেন, বিতরণ ব্যবস্থা উন্নত করার কাজ চলছে, সেটি সম্পন্ন হলে স্থায়ীভাবেই সমস্যার সমাধান হবে।
তবে বিতরণ লাইনের দুর্বলতার কারণে সংকটের কথা স্বীকার করে পল্লীবিদ্যূৎ সমিতির এজিএম মো. রোকনুজ্জামান বলেছেন, দেশে চলতি রমজানে বাতাস ও লাইনে সমস্যার কারণে বিদ্যুত বিতরনে কিছুটা সমস্যা হয়েছে।তিনি আরও বলেন, ঈদকে কেন্দ্র করে বিভিন্ন শপিং মলে আলোকসজ্জার নামে যে হারে বিদ্যুতের অপচয় হয় সেটিও বন্ধ হওয়া উচিত। তাতে লোডশেডিং এর হারও কমবে।