শুক্রবার, ১ জুলাই ২০১৬
প্রথম পাতা » চরফ্যাশন | শিরোনাম | সর্বশেষ » চরফ্যাশনে চোরের ছুরির আঘাতে গৃহবধু আহত,আটক-১
চরফ্যাশনে চোরের ছুরির আঘাতে গৃহবধু আহত,আটক-১
লালমোহন বিডিনিউজ,চরফ্যাশন প্রতিনিধি:চরফ্যাশন উপজেলার শশীভূষন থানার রসুলপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডে চোরের হামলায় ফাতেমা বেগম(২৪)নামে এক গৃহবধূ আহত হয়েছে।বৃহস্পতিবার(৩০জুন) রাত সাড়ে ১০টার দিকে শশীভূষণ বাজারের টিএনটি সংলগ্ন মাকসুদ কর্মকারের ঘরে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্র জানান, শশীভূষণ বাজার টিএনটি সংলগ্ন মাকসুদ কর্মকারের স্ত্রী ফাতেমা বেগম তারাবীর নামাজ পড়ার সময়।ঘরের দরজা খুরে চোর ডুকে যায়। দেখতে পেয়ে গৃহবধু ফাতেমা ডাক চিৎকার দিয়ে চোরকে ধরতে গেলে চোরের হাতে থাকা ছুরি দিয়ে কোপ দিয়ে পালিযে যায়।স্থানীয়রা গৃহবধুকে উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে ভর্তি করেছেন।গৃহবধু ফাতেমা জানান,রসুলপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডে লালুর ছেলে চোর মাকসুদকে দেখছেন। সে কিছু দিন হলো জেল থেকে জাবিনে বাহির হয়েছে। শুক্রবার(১জুলাই)ভোর সাড়ে ৫টার দিকে চোর মাকসুদকে স্থানীয় জনতা এওয়াজপুর ইউনিয়নের হাবিবুল্লা চৌমুহনী এলাকা থেকে আটক করে শশীভূষণ থানা পুলিশের হেফাজতে দেয়। শশীভূষণ থানার অফিসার ইনর্চাজ(ওসি) আবুল বাসার এ ঘটনার সত্যতা নিশ্চিত করে, বলেন এঘটনায় মাকসুদ নামে একজনকে আটক করা হয়েছে।