লালমোহনে বিষপানে গৃহ বধুর মৃত্যু
লালমোহন বিডিনিউজ :ভোলার লালমোহনে বিষ পান করে জুমু নামের এক গৃহ বধুর মৃত্যু হয়েছে । মোঙ্গলবার রাত ১০ টায় লালমোহন হসপিটালে তার মৃত্যু হয়েছে ।
যানাযায় লালমোহনের বদরপুর ৭নং ওয়ার্ডের কবিরাজ বাড়ির আবু কবিরাজের মেয়ে ও একই ইউনিয়নের ২নং ওয়ার্ডের বয়াতী বাড়ির মোতাহার মিয়ার ছেলে নুরইসলামের স্ত্রী এই জুমু । নুর ইসলাম ঢাকা ট্রাক চালায় ,গত ৭মাস পূবে তাদের বিয়ে হয় ও গত ২৮দিন যাবত জুমু তার বাপের বাড়িতে রয়েছে ।
জুমুর মা হাসিনা জানান গত দুই দিন পূবে জুমুর সাথে তার স্বামী নুর ইসলামের বাড়ি যাওয়া নিয়ে ফোনে কথার কাটাকাটি হয় । আজ বিকাল ৫টায় সে চাউলের পোকা ধমন কারী ঔষধ খেয়েছেন সন্ধা ৭টায় তাকে লালমোহন হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসার এক পর্যায়ে রাত ১০ তার মৃত্যু ঘটে ।