মঙ্গলবার, ২৮ জুন ২০১৬
প্রথম পাতা » লালমোহন | শিরোনাম | সর্বশেষ » ঈদ উপলক্ষে - ফের সক্রিয় হয়ে উঠেছে লালমোহনের অজ্ঞান পার্টির চক্র
ঈদ উপলক্ষে - ফের সক্রিয় হয়ে উঠেছে লালমোহনের অজ্ঞান পার্টির চক্র
লালমোহন বিডিনিউজ শান্ত সাহা লালমোহন : পবিত্র মাহে রমজানের আজ ২৩ তম দিন। মুসলমানদের প্রাণের উৎসব পবিত্র ঈদুল ফিতরের বাকি আর মাত্র ১ সপ্তাহ। সারা বিশে^র ন্যায় লালমোহনের সকল স্তরের কর্মজীবি মুসলমানরা পরিবারের সকলের সাথে ঈদ আনন্দ এক সাথে উপভোগ কোরবার জন্য দূর দূরান্ত থেকে যে যার মত করে বাড়ি ফিরছে। সারা বছর খেটে খুটে সঞ্চিত উপার্জন নিয়ে স্বজনের কাছে ফিরে আসার আনন্দমুখর রকমারি দৃশ্যপট এখন অবলিলায় উপভোগ্য। অর্জিত উপার্জনের আনন্দ ভাগাভাগি করবার এই চিরায়াত সময়ে সমাজের নষ্ট কীট এক শ্রেনীর দুষ্ট মানুষের দংশনে নিমিষেই ধ্বংশ হয়ে যায়। ঈদ মৌসুমের এই দুষ্ট শ্রেণীর নাম “অজ্ঞান পার্টি”। চেতনানাশক ব্যবহার করে , নেশা খাইয়ে, খাবারের সাথে ঘুমের ঔষধ মিশিয়ে এই দুষ্টকিটেরা আমাদের কর্মজীবী মানুষগুলোর আশাকাঙ্খাকে পথিমধ্যেই গলাটিপে হত্যা করছে। বাদ যাচ্ছেনা নারী শিশু সহ কোমল মতি তরুণ তরুণীরাও। উপজেলার চরভূতা ইউনিয়নের হরিগঞ্জ এলাকার তেলি বাড়ি সংলগ্ন পাঁচ কইরাগো বাড়ির দিনমজুর মোতাহার হোসেনের অস্টাদশী কন্যা ফরিদা আক্তার গত মঙ্গলবার (২৮ জুন) ভরদুপুরে চলমান রাস্তায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে সর্বস্ব হারিয়েছে। সূত্রে জানা যায়, ধলিগৌরনগর বালির টেক এলাকার লালমোহন টু মঙ্গল সিকদার সড়কে নির্জন পয়েন্টে চলন্ত মোটর বাইক থেকে পুরুষ দুই সদস্য পেছনে বসা তরুনী আরোহী ফরিদাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে পালিযে যায়। পেছনের অটো বাইকের যাত্রীরা রাস্তায় অজ্ঞান তরুণীকে কুড়িয়ে নিয়ে লালমোহন থানার মোড়ে ফেলে রাখে। পাশেই লালমোহন থানার পুলিশ সদস্যরা সরেজমিন ঘোরাফেরা করতে দেখা গেলেও অজ্ঞান তরুণীকে নিয়ে কোন ভূমিকা রাখতে দেখা গেল না। এটাই কি তাহলে আইন রক্ষক পুলিশের ধর্ম? উপায়ান্তর না দেখে লালমোহনের দায়িত্বশীল জনতা অজ্ঞান তরুণীকে প্রাথমিক চিকিৎসার জন্য লালমোহন সদর হাসপাতালে পৌঁছে দেয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত অজ্ঞান তরুণীর জ্ঞান ফিরানো সম্ভব হয় নি। মেয়েটির বাবা দিনমজুর মোতাহার জানায়, মাসখানেক আগে উপজেলার বদরপুর ইউনিয়নের নাজিরপুর এলাকার এক যুবকের সাথে মেয়েটির আক্দ সম্পন্ন হয়েছে। আসন্ন ঈদের পরপরই তার বিয়ের পর্ব শেষ করে শ^শুরালয়ে নিয়ে যাওয়ার কথা। এমতাবস্থায় এমন একটি দুর্ঘটনা কিভাবে ঘটল তা আমি জানিনা।