সোমবার, ২৭ জুন ২০১৬
প্রথম পাতা » চরফ্যাশন | শিরোনাম | সর্বশেষ » পেস্কেলের দাবীতে চরফ্যাশনে পল্লীবিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন
পেস্কেলের দাবীতে চরফ্যাশনে পল্লীবিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন
লালমোহন বিডিনিউজ ,চরফ্যাশন প্রতিনিধি:সারা দেশের ৬৪ জেলার সাথে একযোগে পল্লীবিদ্যুৎ সতিমির ভোলা জেলার সকল কর্মকর্তা কর্মচারীরা পেস্কেলের দাবীতে বুকে লিফলেট লাগিয়ে সোমবার(২৭জুন) সকাল ১০টা থেকে দুপুর ১২ টা পযন্ত চরফ্যাশন পল্লীবিদ্যুৎ অফিসের সামনে মানববন্ধন ও কর্মবিরতী পালন করেছে। মানববন্ধনে জিএম, ডিজিএম, এজিএম সহ ভোলা জেলায় কর্মরত সকলে অংশ গ্রহণ করে ভিক্ষা নয় ন্যায্য দাবী আদায়ের জন্য মানব বন্ধন করেছে।মানববন্ধনে অংশগ্রহণকারী এজিএম রোকনুজ্জামান জানান, সরকার কর্তৃক পরিচালিত বিআরইবির ৪-৫ শত কর্মকর্তা-কর্মচারী গত বছরের জুলাই মাস থেকে সরকার ঘোষিত সকল সুযোগ সুবিধা ভোগ করে আসলেও তাদের নিয়ন্ত্রিত ৭৮টি পল্লী বিদ্যুৎ সমিতির জিএম থেকে নিম্ন পদস্থ কোন কর্মকর্তা-কর্মচারী পেস্কেলের সুবিধা থেকে বঞ্চিত রয়েছে। বারবার তারা সরকারের বিআরইবির কর্মকর্তাদের সাথে বৈঠক করলেও আজ পযন্ত কোন সন্তোষজনক জবাব পায়নি। তিনি আরও জানান, শীঘ্রই আমাদের ন্যায্য দাবী পেস্কেলের বিষয়ে কোন সিদান্ত নিতে গড়িমসি করলে কঠোর কর্মসুচী আহবান করা হবে।চরফ্যাশন পল্লীবিদ্যূৎ কর্মকর্তা আ. হান্নান জানান, সরকারী কর্মকর্তা কর্মকচার্রীরা সব সময় আমাদের সাথে বৈষম্য তৈরি করে রেখেছে।এ ব্যাপারে বিআরইবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মইনউদ্দিনের সাথে মোবাইলে কথা বলার চেষ্টা করলেও তিনি ফোন রিসিভ না করায় মতামত পাওয়া যায়নি।