
শুক্রবার, ২৪ জুন ২০১৬
প্রথম পাতা » লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে ট্রাক ও ইঞ্জিন চালিত গাড়ীতে সংঘর্ষ আহত -৭
লালমোহনে ট্রাক ও ইঞ্জিন চালিত গাড়ীতে সংঘর্ষ আহত -৭
লালমোহন বিডিনিউজ : লালমোহনে ট্রাক ও ইঞ্জিন চালিত গাড়ীতে সংঘর্ষে আহত ৭ জন । শুক্রবার দুপুর ১২টায় লালমোহন ফায়ার সার্ভিস অফিসের পাশে এই সংঘষ ঘটে।
যানাযায় গজারিয়া থেকে নোমান পরিবহন নামে একটি যাত্রীবাহী ইঞ্জিন চালিত গাড়ীতে ৮ জন যাত্রী নিয়ে লালমোহনে আসার পথে মেসাস দ্বীপ স্টিমার ট্র্রেডাস নামে ঢাকা-মেট্রো ল -১৪-৯০৬৮ ট্রাকটির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়ে দুটোই বিলের মধ্যে পানিতে পরে যায়।
এতে গাড়ীতে থাকা ৭ জন যাত্রীই গুরুতর আহত হয়েছেন এদের মধ্যে ১ জনের অবস্থা আশংক্ষাজনক স্থানীয় লোকজন ও লালমোহন থানা পুলিশের সহযোগীতায় সকলকে লালমোহন হসপিটালে আনা হয়েছে ।