ভোলায় কিশোরীকে গণধর্ষণ: থানায় মামলা
লালমোহন বিডিনিউজ , ভোলা সংবাদদাতা : ভোলা সদরে এক কিশোরীকে গণধর্ষণ করেছে কয়েক বখাটে।
মঙ্গলবার সকালে পৌরসভার ৪নং ওয়ার্ডের গরুর হাটের টলঘর থেকে অচেতন অবস্থায় ওই কিশোরীকে উদ্ধার করা হয়।
এ ঘটনায় ওই এলাকায় ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে। এলাকাবাসীর অভিযোগ, পৌরসভার ৪নং ওয়ার্ডের মৃত আব্দুল খালেকের ছেলে মো. টিটু গত ৪ থেকে ৫ দিন আগে এই আহত কিশোরীকে ওই ওয়ার্ডের গরুহাটে নিয়ে আসে। সেখানে টিটু ও তার সাঙ্গপাঙ্গোরা পালাক্রমে কিশোরীকে ধর্ষণ করে। একই ঘরে থাকতো লিটন নামে আরেক ছেলে।
গত ২ দিন আগে টিটুকে ফাঁকি দিয়ে লিটন কিশোরীকে নিয়ে উধাও হয়ে যায়। এরপর টিটু তার বন্ধরু সহযোগিতায় কিশোরীটিকে আবার ফিরিয়ে আনে।
পরে টিটুসহ আরো দশ বারোজন সারারাত ভর মেয়টিকে গণধর্ষণ করে। পরে তারা কিশোরীকে গরুর হাটের টলঘরে অচেতন অবস্থায় ফেলে পালিয়ে যায়।
এ বিষয়ে ভোলা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর খাইরুল কবীর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এঘটনায় ২১ জুন মঙ্গলবার একটি মামলা হয়েছে। মামলা নং ২৭। আমরা বিষয়টিকে তদন্ত করে দেখতেছি। দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।