সোমবার, ২০ জুন ২০১৬
প্রথম পাতা » শিক্ষা | শিরোনাম | সর্বশেষ » ঈদের আগে জুনের বেতন পাচ্ছে না এমপিও শিক্ষকরা
ঈদের আগে জুনের বেতন পাচ্ছে না এমপিও শিক্ষকরা
লালমোহন বিডিনিউজ :ঈদুল ফিতরের আগে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জুন মাসের বেতন-ভাতা পাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর ও কারিগরী শিক্ষা অধিদপ্তরের অধীনে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারির সংখ্যা প্রায় সাড়ে পাঁচ লাখ যাদের সবাই দৈনিকশিক্ষার নিয়মিত পাঠক ও ভক্ত। পাঠকরা জানতে চেয়েছেন জুন মাসের বেতন-ভাতা কবে ছাড় হবে? ইতিমধ্যে সরকারি কর্মচারিদের বেতন ২৬ জুনের মধ্যে দেয়ার সরকারি ঘোষণা হয়েছে।
এমন প্রেক্ষাপটে অধিদপ্তরের কর্মকর্তাদের কাছে জানতে চাওয়া হয় বেসরকারি শিক্ষকদের জুন মাসের বেতন ২৬ জুনের মধ্যে দেয়া সম্ভব কী-না? জবাবে একজন পরিচালক ও একজন উপ-পরিচালক দৈনিকশিক্ষাকে জানান জুনের বেতন জুন মাসের মধ্যেই হওয়ার সম্ভাবনা নেই। প্রচলিত বিধি অনুযায়ী হওয়ার সুযোগ নেই। তবে, যদি শিক্ষা মন্ত্রণালয় সিদ্ধান্ত নিয়ে আলাদা আদেশ জারি করে তবেই ঈদের আগে জুনের বেতন দেয়া সম্ভব।
পরিচালক বলেন, দেশ ৯ দিনের ছুটির কবলে। ১জুলাই শুক্রবা ব্যংক বন্ধ থাকবে। ২ তারিখে শনিবার। ৩ তারিখে শবেকদরের ছুটি, শুধু ৪ জুলাই অফিস। ৫,৬,৭ ঈদের ছুটি, ৮ ও ৯ জুলাই শুক্রবার ও শনিবার। এটাই বাস্তবতা।