চরফ্যাশনে কলেজের উত্তরপত্র ছিনতাই
চরফ্যাশন সংবাদদাতা: ভোলার চরফ্যাশনের দুলার হাট আদর্শ ডিগ্রী কলেজের একাদশ শ্রেনীর বার্ষিক পরীক্ষার ইংরেজী বিষয়ের উত্তর পত্র ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। দুলার হাট আদর্শ ডিগ্রী কলেজের অধ্যক্ষ একেএম শাহে আলম খোকন অভিযোগ করেন, মঙ্গলবার দুপুর ১ টায় পরীক্ষা শেষে উত্তর পত্র কলেজে জমা হলে চর তোফাজ্জল গ্রামের মোস্তফা কামালের নেতৃত্বে ১০/১৫ জন উশৃংখল যুবক কলেজে প্রবেশ করে উত্তর পত্র ছিনিয়ে নিয়ে যায়।
বিষয়টি থানার ওসি ও উপজেলা নির্বাহী অফিসারকে অবহিত করা হয়েছে। অধ্যক্ষ একেএম শাহে আলম খোকন আরো জানান, মোস্তফা অনৈতিক ভাবে ইংরেজী প্রভাষক নিয়োগের দাবী করেন, তার দাবী পুরণ না করায় সে ইতিপুর্বে কয়েক বার কলেজে হামলা ও তালা ঝুিলয়েছে। পরে হাইকোর্টে রীট করলে প্রশাসন ওই তালা খুলে দেয়। এছাড়া সে নিজেকে স্বঘোষিত প্রভাষক দাবী করে শিক্ষার্থীদের ভয়ভীতি দেখিয়ে মাঝে মধ্যে ক্লাস নেন।
শিক্ষাথীরা এর প্রতিবাদ জানিয়ে আবেদন করেছেন। তার এসব কর্মকান্ডের বিষয়ে থানায় একাধিক জিডি করা হয়েছে। এদিকে মোস্তাফা কামাল ছিনতাইয়ের অভিযোগ অস্বীকার করে তিনি নিজেকে প্রভাষক দাবী করে বলেন, উত্তরপত্র মুল্যায়নের জন্য ১৩৫ কপি উত্তর পত্র তাকে দেয়া হয়েছে। চরফ্যাশন থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল বাসার জানান, উত্তরপত্র ছিনতাইয়ের অভিযোগ সঠিক নয়। দুলাল হাট আদর্শ কলেজে ইংরেজী প্রভাষক নিয়োগ নিয়ে দীর্ঘ দিন দরে অধ্যক্ষ একেএম শাহে আলম খোকনের সাথে ইংরেজী প্রভাষক মোস্তফা কামালের বিরোধ রয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মো. রেজাউল করিম ফোন রিসিভ না করায় তার বক্তব্য নেয়া যায়নি।