শুক্রবার, ১৭ জুন ২০১৬
প্রথম পাতা » তজুমদ্দিন | শিরোনাম | সর্বশেষ » তজুমদ্দিনে রোয়ানু’র ক্ষতিগ্রস্তদের মাঝে এমপি শাওনের ত্রাণ বিতরন
তজুমদ্দিনে রোয়ানু’র ক্ষতিগ্রস্তদের মাঝে এমপি শাওনের ত্রাণ বিতরন
লালমোহন বিডিনিউজ ,লালমোহন সংবাদদাতা : তজুমদ্দিনে রোয়ানু’র ক্ষতিগ্রস্তদের মাঝে (ভোলা-৩) লালমোহন তজুমদ্দিনের এমপি আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন ত্রাণ বিতরন করেন । শুক্রবার দুপুর ১২ টায় ত্রাণ সহ তিনি তজুমদ্দিনে উপস্থিত হন পরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভায় অংশ নেন। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আমি সরকারি কাজে বিদেশ থাকায় আমার অনুপস্থিতিতে আমার সহধর্মিণী ফারজানা চৌধুরী রত্না রোয়ানু ক্ষতিগ্রস্তদের পাশে এসে দাঁড়ায়। তার নিজস্ব তহবিল থেকে ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ টাকা ও টিন বিতরণ করেন।
এসময় তিনি আরো বলেন, আওয়ামীলীগ সরকার দেশের মানুষের উন্নয়নের স্বার্থে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। বিগত দিনে বিএনপি সরকার ক্ষমতায় থাকাকালিন তারা বাংলাদেশকে বিশ্বের কাছে দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবে চিহ্নিত করে বাংলাদেশকে বিশ্বের কাছে কলংকিত করেছেন। তারা উন্নয়নের নাম করে বরাদ্ধকৃত টাকা দিয়ে বিদেশে গড়ে তুলেছেন তাদের ব্যাবসায়িক কার্যক্রম। এসময় আরো বক্তব্য রাখেন তজুমদ্দিন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব অহিদুল্লাহ জসিম।
এসময় উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা পরিষদের চেয়ারম্যান গিয়াস উদ্দিন, তজুমদ্দিন উপজেলা ভাইস চেয়ারম্যান মহিউদ্দিন পোদ্দার, থানা যুবলীগ সভাপতি কিরন, যুবলীগ সাধারণ সম্পাদক আব্দুর রহমানসহ আওয়ামীলীগের সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। আলোচনা অনুষ্ঠান শেষে এমপি শাওন সাড়ে ৪ হাজার পরিবারের মাঝে ২০ কেজি করে মোট ৯০ টন চাউল বিতরণ করেন। ২ শত পরিবারের মাঝে দুই বান টিন ও ৬ হাজার টাকা করে মোট প্রায় ১২ লক্ষ টাকা ও ৪ শত বান টিন বিতরণ করেন। আরো ২ শত পরিবারের মাঝে ৫০০ টাকা করে মোট প্রায় ১০ লক্ষ টাকা বিতরণ করেন।
তিনি ভেঙ্গে যাওয়া বেড়িবাঁধ পরিদর্শন করেন। সেখান থেকে নৌকা যোগে তিনি হাজিকান্দি এলাকা পরিদর্শন করেন ও সেখানকার ক্ষতিগ্রসস্ত মানুষের মাঝেও ত্রাণ বিতরণ করেন।