আগামীকাল থেকে বাজারে আসছে নতুন নোট
লালমোহন বিডিনিউজ : জনসাধারণের জন্য বৃহস্পতিবার থেকে নতুন নোট বাজারে ছাড়া শুরু হচ্ছে। বাংলাদেশ ব্যাংকের মতিঝিলসহ বিভিন্ন শাখা অফিস ও বাণিজ্যিক ব্যাংকের শাখায় খোলা বিশেষ কাউন্টার থেকে নতুন নোট বদলে দেওয়া হবে।
একজন ব্যক্তি একবারে সর্বোচ্চ ২, ৫, ১০, ২০, ৫০ টাকার একটি করে বান্ডেলের প্যাকেটে মোট ৮ হাজার ৭০০ টাকার নতুন নোট নিতে পারবেন।
নতুন নোট বদলানোর সুবিধার্তে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিসে তিনটি বিশেষ কাউন্টার থাকছে। ঢাকার বাইরে বগুড়া এবং সব বিভাগীয় শহরে অবস্থিতি কেন্দ্রীয় ব্যাংকের শাখা অফিস ও এসব শহরের নির্দিষ্ট কিছু বাণিজ্যিক ব্যাংকের শাখা থেকে নতুন নোট বদলানো যাবে। এছাড়া রাজধানীর ১৯টি ব্যাংকের ২০টি শাখায় বিশেষ কাউন্টার খুলে নতুন নোট দেওয়া হবে।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও সংশ্লিষ্ট বিভাগের দায়িত্বপ্রাপ্ত নির্বাহী পরিচালক শুভঙ্কর সাহা বলেন, নতুন নোটের চাহিদা বিবেচনায় বৃহস্পতিবার থেকে বাজারে নতুন নোট ছাড়া হচ্ছে।
তিনি আরও বলেন, নতুন টাকা নেয়ার আগে বায়োমেট্রিক মেশিন ব্যবহার করা হবে। এতে ফিঙ্গার প্রিন্ট দিয়ে টাকা নিতে হবে। ফলে একজন গ্রাহক একটি নির্দিষ্ট সময়ের মধ্যে দ্বিতীয়বার টাকা নিতে পারবে না।