বৃহস্পতিবার, ৯ জুন ২০১৬
প্রথম পাতা » লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে চাঁদার দাবিতে ভাতিজার হাতে চাচা আহত
লালমোহনে চাঁদার দাবিতে ভাতিজার হাতে চাচা আহত
লালমোহন বিডিনিউজ ,ভোলা প্রতিনিধি :ভোলার লালমোহনে চাঁদা না পেয়ে ভাতিজা কর্তৃক চাচাকে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। লালমোহন সদর ইউনিয়নের ৫নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে। অভিযোগসুত্রে জানাগেছে , উপজেলার লালমোহন সদর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের প্রবাশি গোলাম আজম দৌলতখান থানার আবুল বাশার সেলিমের কাছ থেকে ৩৭ শতংাশ জমি ক্রয় করেন। জমি ক্রয়ের সুত্র ধরে একই এলাকার জসিম বাচ্চু চাচার কাছে ৫০ হাজার টাকা চাদা দাবী করেন। চাদা না পেয়ে গত বুধবার (৮ মে) ফুলবাগিজা বাজারের মসজিদের সামনে প্রবাশি গোলাম আজমের পিতা মোঃ আবদুল হক হাওলাদারকে একা পেয়ে এলোপাতারী ভাবে মারধর করে গুরুতর আহত করে। তার কাছে থাকা নগদ ১২ হাজার টাকা, একটি নকিয়া মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায় বলে জানান আবদুল হক। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে লালমোহন সদর হাসপাতালে ভর্তি করে ।
এ ব্যাপারে লালমোহন সদর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ শাহজাহান মিয়া ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, মানুষ জমি কিনলে যদি চাদা দিতে হয় , তাহলে জায়গাজমি কিভাবে বেচাকিনা হবে।
জসিম উদ্দিন বাচ্চুর সকল চাদাবাজী বন্ধ করে ঐ এলাকার সাধারণ জনগনকে শান্তিতে বসবাস করার সুযোগ করে দিবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এমনটাই প্রত্যাশা এলাকাবাসির।
এই রির্পোট লেখা পর্যন্ত থানায় মামলার প্রস্থুতি চলছে।
এই ব্যাপারে জসিমউদ্দিন বাচ্চুর কাছে মুঠোফোনে জানতে তিনি বিষয়টি অশিকার করেন।