
বুধবার, ৬ মে ২০১৫
প্রথম পাতা » লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহন পৌরসভা ওয়ার্ড আওয়ামী লীগের কমিটি বিলুপ্ত
লালমোহন পৌরসভা ওয়ার্ড আওয়ামী লীগের কমিটি বিলুপ্ত
এনামুল হক রিংকু লালমোহন ঃ লালমোহন পৌরসভা ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।
গতকাল বুধবার আছরবাদ উপজেলা সদরে অবস্থিত আব্দুল ওহাব মাধ্যমিক বিদ্যালয় হল রুমে এক জরুরী সভায় এ কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।
সভায় ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি প্রভাষক মোঃ রিয়াজ হাওলাদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লালমোহন পৌরসভা আওয়ামী লীগের সভাপতি মোঃ ফখরুল আলম হাওলাদার। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম বাদল, সহ-সভাপতি মেজবাহ উদ্দিন আরজু, যুগ্ম সম্পাদক মনিরুজ্জামান খোকন, সাংগঠনিক সম্পাদক আনম শাহ জামাল দুলাল, দপ্তর সম্পাদক নিয়াজ মুসফিক, সহ-দপ্তর সম্পাদক আব্দুস সাত্তার, সদস্য ইব্রাহীম হাওলাদার, কবির সওদাগর, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মনির হাওলাদার, পৌর মহিলা লীগের সভাপতি রোকেয়া হাওলাদার, সম্পাদক সালমা আক্তার বুলু প্রমুখ। এ সময় ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি ও আব্দুল ওহাব মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ছগির হাওলাদার উপস্থিত ছিলেন।
সভায় উপস্থিত সদস্যদের সর্ব সম্মতিক্রমে পূর্বের কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।