লালমোহনে ইয়াবা সহ দস্তগীর মিঝিকেে আটক
লালমোহন বিডিনিউজ ,মিজানুর রহমান লিপু : ভোলার লালমোহনে ইয়াবা সহ একজনকে আটক করেছে লালমোহন থানা পুলিশ । ৮জুন বুধবার দুপুর ৪টায় লালমোহন থানার এ এস আই দেলোয়ার ও এ এসআই মাসুদ গোপন সংবাদের ভিত্তিতে লালমোহনের সৈনিক বাজার এলাকা থেকে দস্তগীর মিঝিকে ৪পিজ ইয়াবা সহ আটক করে। তার বিরুদ্বে অবৈধ মাদক রাখার অপরাধে মামলার প্রক্রিয়া চলছে বলে থানা সুত্রে জানাগেছে।
জানাযায় লালমোহন সদর ইউনিয়নের ২নং ওয়ার্ডের নুরু মিঝির ছেলে দস্তগীর মিঝি সহ ঐ এলাকার কিছু যুবক দীর্ঘ দিন ধরে নিষিদ্ব ইয়াবা সেবন সহ ব্যাবসা করে আসছে। সে লালমোহন ইউনিয়নের ২ নং ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য শাহীন মিঝির চাচা ।
লালমোহন থানার ভারপাপ্ত কর্মকর্তা হুমায়ন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন তার বিরুদ্বে মামলার প্রস্তুতি চলছে ।