
সোমবার, ৬ জুন ২০১৬
প্রথম পাতা » মনপুরা | শিরোনাম | সর্বশেষ » মনপুরায় দৈনিক যায়যায়দিন প্রত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
মনপুরায় দৈনিক যায়যায়দিন প্রত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
লালমোহন বিডিনিউজ ,মনপুরা(ভোলা) প্রতিনিধি : আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে ভোলার মনপুরা উপজেলায় দৈনিক যায়যায়দিন প্রত্রিকার ১১ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। ৬ জুন সোমবার বেলা ১১ টায় মনপুরা প্রেস ক্লাবে ফ্রেন্ডস ফোরাম ও উপজেলা প্রতিনিধি এই অনুষ্ঠানের আয়োজন করে। এই উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। পরে অতিথিদের উপস্থিতিতে কেক কেটে দৈনিক যায়যায়দিন পত্রিকার পত্রিকার জন্মদিন পালন করা হয়।
দৈনিক যায়যায়দিন প্রতিনিধি সীমান্ত হেলাল এর সভাপতিত্বে উক্ত অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজের সহকারী অধ্যাপক, মনপুরা শিক্ষক কল্যান সমিতির সভাপতি মাহবুবুল আলম শাহীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী আমির হোসেন হাওলাদার।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মনপুরা প্রেস ক্লাব সহ সভাপতি দৈনিক মতবাদ প্রতিনিধি মোঃ শহিদুল ইসলাম, সাধারন সম্পাদক প্রভাষক অহিদুর রহমান, যুগ্ন সম্পাদক দৈনিক নয়াদিগন্ত প্রতিনিধি এস. ডি. দূর্জয়, সাংগঠনিক সম্পাক দৈনিক যুগান্তর প্রতিনিধি আব্দুল্লাহ জুয়েল, কোষাধ্যক্ষ ডাঃ আল মামুন, দৈনিক ভোরের অঙ্গিকার প্রতিনিধি মোঃ মাহবুবুর রহমান, দৈনিক বরিশাল প্রতিদিন প্রতিনিধি মোঃ জুয়েল রানা, মনোয়ারা বেগম মহিলা কলেজের প্রভাষক উৎপল মন্ডল, প্রভাষক আব্দুর রহিম, উপজেলা ছাত্রদল সম্পাদক নুর আলম শামীম প্রমূখ।