বুধবার, ৬ মে ২০১৫
প্রথম পাতা » জাতীয় | রাজধানী | শিরোনাম | সর্বশেষ » দেশ স্বাধীন করে পাপ করেছি -কাদের সিদ্দিকী
দেশ স্বাধীন করে পাপ করেছি -কাদের সিদ্দিকী
লালমোহন বিডি নিঊজ ডেস্ক: বাংলাদেশ কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী।বরিশাল নিউজ ডেস্ক।। দেশ স্বাধীন করে পাপ করেছি আর সেই পাপ মোচন করার জন্য দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছি। কথাগুলো বলেছেন বাংলাদেশ কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী।
মঙ্গলবার টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার দেওপাড়া ইউনিয়নে মাকড়াই কুমারপাড়া গ্রামে তিনি সাংবাদিকদের একথা বলেন। ৫ জানুয়ারি ঢাকার মতিঝিলের নিজ কার্যালয় থেকে হরতাল, অবরোধ ও নাশকতার বিরুদ্ধে শুরু করা ‘সোনার বাংলায় শান্তি চাই’ কর্মসূচির ৯৯তম দিনে মধুপুর, গাজীপুর, শেরপুর, জামালপুর, ময়মনসিংহ, নেত্রকোনাসহ দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় কর্মসূচি শেষে শান্তি কামনার কর্মসূচি হিসেবে মঙ্গলবার তিনি দিনব্যাপি ঘাটাইলে অবস্থান করেন। এসময় তার সাথে ছিলেন কৃষক শ্রমিক জনতা লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল সিদ্দিকী ও আনিসুর রহমান, কেন্দ্রীয় কমিটির সদস্য ফরিদ আহমেদ প্রমুখ।
ছবি ও সূত্র ইত্তেফাক