সোমবার, ৬ জুন ২০১৬
প্রথম পাতা » ভোলা | শিরোনাম | সর্বশেষ » ভোলায় যায়যায়দিনের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
ভোলায় যায়যায়দিনের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
লালমোহন বিডিনিউজ ,ভোলা প্রতিনিধি:ভোলা প্রেসক্লাব মিলনায়তনে গতকাল সোমবার ১১টা থেকে ১২টা পর্যন্ত যায়যায় দিন পত্রিকার ১১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন হয়েছে। দিনটি উপলক্ষে বিশাল শোভাযাত্রা, কেককাটা ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে। প্রেসক্লাবের সভাপতি এম হাবিবুর বহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন ভোলা পৌরসভার মেয়র ও জেলা যুবলীগের আহবায়ক মোহাম্মদ মনিরুজ্জামান, ভোলা জেলা পুলিশ সুপার মো. মনিরুজ্জামান, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাইনুল ইসলাম বিপ্লব, বিটিভির প্রতিনিধি প্রবীণ সাংবাদিক আবু তাহের, সাংস্কৃতিক ব্যক্তিত্ব আনোয়ার হোসেন, জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার সফিকুল ইসলাম, ডেপুটি কমান্ডার ও বাসস প্রতিনিধি মাহবুব আলম নিরব, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ, প্রবীন সাংবাদিক মুক্তাদির বিল্লাহ বাচ্চু, এনটিভির সাংবাদিক আফজাল হোসেন,জনকন্ঠ সাংবাদিক হাসিব রহমান, এস এ টিভি সাংবাদিক শাহাদাত হোসেন শাহিন প্রথম আলো সাংবাদিক নেয়ামতউল্যাহ,সমকন্ঠ সম্পাদক আলআমিন শাহরিয়ার প্রমুখ। বক্তারা যায়যায়দিন পত্রিকাকে শুভেচ্ছা জানিয়ে সাংবাদিকদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান।