
বুধবার, ১ জুন ২০১৬
প্রথম পাতা » ভোলা | শিরোনাম | সর্বশেষ » আউশ ধান আবাদের উপর ভোলায় অগ্রণী ব্যাংকের উদ্দ্যোগে আড়াইশ কৃষকের মাঝে সহজ শর্তে ঋন বিতরন কার্যক্রম উদ্বোধন
আউশ ধান আবাদের উপর ভোলায় অগ্রণী ব্যাংকের উদ্দ্যোগে আড়াইশ কৃষকের মাঝে সহজ শর্তে ঋন বিতরন কার্যক্রম উদ্বোধন
লালমোহন বিডিনিউজ ,ভোলা প্রতিনিধি : ভোলার বোরহানউদ্দিন উপজেলার খায়ের হাট এলাকায় আউশ ধান আবাদের উপর প্রকৃত কৃষক ও বর্গা চাষিদের মধ্যে সহজ শর্তে ও সল্প সুদে অগ্রণী ব্যাংক কৃষি ঋন বিতরন কার্যক্রম শুরু করেছে। বুধবার দুপুরে ভোলা খায়ের হাট মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে অগ্রণী ব্যাংক খায়ের হাট শাখার উদ্দ্যোগে ঋন বিতরন কার্যক্রমের উদ্বোধন করেন ব্যাংকের সহকারি মহা ব্যবস্থাপক আশুতোষ চন্দ্র সিকদার।
খায়ের হাট শাখার ব্যবস্থাপক এএসএম ফরিদ উদ্দিনে সভাপতিত্বে ঋন বিতরন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন,বোরহানউদ্দিন আবদুল জব্বার কলেজের অধ্যক্ষ আবুল কাশেম, ব্যাংকের সিনিয়র অফিসার ইমতিয়াজ,ব্যাংকের সিবিএর সভাপতি ইদ্রিস মিয়া,খায়ের হাট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল মান্নান প্রমুখ। এসময় ব্যাংকের কর্মকর্তারা জানান, খায়ের হাট এলাকায় প্রায় আড়াইশ কৃষককের মধ্যে ১৫ হাজার থেকে ৪০ হাজার টাকা পর্যন্ত ৮% সুধে মোট এক কোটি টাকা ঋন দেওয়া হবে। ঋন পেতে কোন কৃষক যাতে হয়রানি ও দালালের খপ্পরে না পড়ে তার জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছে বলে অনুষ্ঠানে ব্যাংক কর্তৃপক্ষ জানান।