মঙ্গলবার, ৩১ মে ২০১৬
প্রথম পাতা » চরফ্যাশন | শিরোনাম | সর্বশেষ » চরফ্যাশনে পেট কেটে যুবককে নির্মমভাবে হত্যা
চরফ্যাশনে পেট কেটে যুবককে নির্মমভাবে হত্যা
লালমোহন বিডিনিউজ ,চরফ্যাশন প্রতিনিধি : চরফ্যাশন উপজেলার জাহানপুর গ্রামে মো. মাকসুদ আলম (৩৫) নামের এক যুবককে পেট কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার গভীর রাতে এ হত্যাকাণ্ড ঘটে। আজ মঙ্গলবার সকালে স্থানীয়রা মাকসুদ আলমের লাশ দেখতে পেয়ে থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।
মাকসুদ আলম চরফ্যাশনের জাহানপুর বাজারে দিনমজুর হিসেবে কাজ করতেন। তাঁর গ্রামের বাড়ি কোথায়, তা জানা যায়নি। হত্যার খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ভোলা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
নিহত মাকসুদের স্ত্রী নাজমা জানান, খোরশেদ আলমের ছেলে মাকসুদ আলম এক যুগ ধরে বিয়ের পর থেকেই শ্বশুরবাড়িতে আছেন।
পুলিশ জানায়, নিহত মাকসুদ আলম জাহানপুর বাজারে দিনমজুরের কাজ করতেন। কাজ শেষে গভীর রাতে তিনি বাড়ি যাচ্ছিলেন। এ সময় দুর্বৃত্তরা তাঁর পেট কেটে হত্যা করে রাস্তার পাশে ফেলে রাখে।
আবুল বাশার জানান, নিহতের গলায় দাগ পাওয়া গেছে। তাঁকে শ্বাসরোধ করে এবং পেট কেটে হত্যা করা হতে পারে। তিনি আরও জানান, এ ঘটনায় নিহতের স্ত্রী নাজমা বেগম বাদী হয়ে শশীভূষণ থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।