বৃহস্পতিবার, ২৬ মে ২০১৬
প্রথম পাতা » ভোলা | শিরোনাম | সর্বশেষ » ভোলায় পুলিশ জনতা-সংঘর্ষে নিহত-১ আহত-৩০
ভোলায় পুলিশ জনতা-সংঘর্ষে নিহত-১ আহত-৩০
লালমোহন বিডিনিউজ , ভোলা প্রতিনিধি : আসামী গেপ্তারের ঘটনাকে কেন্দ্র করে ভোলা সদরের রাজাপুরে পুলিশের সাথে জনতার রক্তক্ষয়ী সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে নোমান (২৫) নামে একজন নিহত ও অন্তত ৩০ জন আহত হয়েছে। নোমান ওই এলাকার বেলাল জমাদারের ছেলে। বৃহস্পতিবার রাত ৮টার পর থেকে ওই ইউনিয়নের জনতা বাজারে পুলিশ-জনতা ধাওয়া-পাল্টা এ ঘটনা ঘটে। এ ঘটনায় বেশ কয়েকজন পুলিশ আহত হয়েছে বলে জানা গেছে। পরিস্তিতি নিয়ন্ত্রনে পুলিশ বেশ কয়েক রাউন্ড টিয়ারসেল ও রাবার বুলেট নিক্ষেপ করেছে।
স্থানীয়রা জানায়, সন্ধ্যার পর একটি রাজনৈতিক মামলায় রাজাপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মিজাম উদ্দিনকে গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় বিক্ষুদ্ধ হয়ে উঠে। এক পর্যায়ে পুলিশ জনতা-ধাওয়া পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপ ঘটনা ঘটে। এ সময় পুলিশের গুলিতে নোমান নামের একজন নিহত হয়েছে। জনতাদের হামলায় ২ জন পুলিশ আহত হয়েছে বলে জানা গেছে। অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্তিতি নিয়ন্ত্রণে আনে।
ভোলার সহকারী পুলিশ সুপার মামুনুর রশিদ বলেন, আসামী গ্রেপ্তারের ঘটনা নিয়ে জনতা-পুলিশ সংঘর্ষ বাঁধে। সেখানে পরিস্থিতি এখন শান্ত রয়েছে। তবে নিহতের বিষয়টি তিনি নিশ্চিত করতে পারেননি।