
বুধবার, ৬ মে ২০১৫
প্রথম পাতা » ভোলা | শিরোনাম | সর্বশেষ » ভোলায় উদ্বোধনের অপেক্ষায় ২শ’ ২৫ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র
ভোলায় উদ্বোধনের অপেক্ষায় ২শ’ ২৫ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র
ভোলার সংবাদ দাতা : শাহবাজপুর গ্যাস দিয়ে ভোলায় ৩৪ দশমিক ৫ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র চালু হওয়ার পর এবার নতুন করে আরো যোগ হতে হচ্ছে ২শ’ ২৫ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র। এর মধ্যে দিয়ে ভোলা তথা দক্ষিণাঞ্চলবাসীর জন্য দীর্ঘ এক স্বপ্ননের বাস্তবায়ন হতে যাচ্ছে। তবে এ বিদ্যুৎ কেন্দ্রটি চালুর জন্য অপেক্ষা করতে হবে জুন মাসেন প্রথম সপ্তাহ পর্যন্ত। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর উদ্বোধন করবেন বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
এদিকে এ বিদ্যুৎ কেন্দ্র চালু হলেই সারকারখানাসহ বেশ কিছু শিল্পকারখানা স্থাপিত হওয়ার সম্ভবনা রয়েছে এখানে। ফলে আরো উন্নয়নশীল জনপদে রুপান্তর হবে গ্যাস আবিস্কারস্থল এই জেলা। ইতিমধ্যেই বোরহানউদ্দিনের এ বিদ্যুৎ কেন্দ্রটি সার্বিক কাজের অগ্রগতির খোঁজ খবর নিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। এছাড়াও স্থানীয় এমপি আলী আজম মুকুল, স্থানীয় প্রশাসন ও বাপেক্স উর্ধ্বতন কর্তৃপক্ষকে নিয়ে একাধিক বার এ কাজের পরির্দশন করেছেন।
বোরহানউদ্দিন উপজেলার নাদীরার চর নামক এলাকায় প্রায় ৩০ একর জমির উপর ২শ’ ২৫ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রটি নির্মানে প্রায় দুই হাজার কোটি টাকা ব্যয়ে করা হয়। ১৮ মাস ধরে এর কাজ চলছে।