বুধবার, ২৫ মে ২০১৬
প্রথম পাতা » লালমোহন | শিরোনাম | সর্বশেষ » ভোলার মানুষের কাছে আসতে পেরে নিজেকে ধন্য মনে করছি- তজুমদ্দিনের সভায় ত্রানমন্ত্রী মায়া
ভোলার মানুষের কাছে আসতে পেরে নিজেকে ধন্য মনে করছি- তজুমদ্দিনের সভায় ত্রানমন্ত্রী মায়া
লালমোহন বিডিনিউজ ,শান্ত সাহা : উপস্থিত লালমোহন তজুমদ্দিনের সাহসী বিল্পবী ভাই ও বোনেরা। আমি প্রথমেই আমাকে ধন্য মনে করছি আমার প্রিয় বড় ভাই বানিজ্য মন্ত্রী তোফায়েল ভাইয়ের এলাকা পরিদর্শনে আসতে পেরে। তেমনি ভাবে আমার প্রিয় ছোট ভাই ভোলা- ৩ আসনের সাংসদ আলহাজ¦ নুরুন্নবী চৌধুরী শাওনের রাষ্ট্রীয় কাজে দেশের বাহিরে রয়েছে তার সাথেও আমার কয়েকবার তার নির্বাচীত এলাকা লালমোহন তজুমদ্দিনের ক্ষতিগ্রস্ত মানুষের ব্যাপারে কথা হয়েছে। আমরা ইতিমধ্যে ১২ মেট্রিকটন চাল বিতরন করেছি। সাইক্লোন সেন্টার বাড়াতে হবে। আমরা যথাসাধ্য চেষ্টা করছি। আমাদের চেষ্টার কোন ত্রুটি নেই। ভোলার মানুষের কোন কষ্ট হবে না। যে এলাকায় তোফায়েল ভাই ও শাওনের নেতৃত্ব রয়েছে সে এলাকার মানুষের কোন কিছুর অভাব হবেনা।
বুধবার (২৫ মে) তজুমদ্দিন উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা চেয়ারম্যান অহিদউল্যা জসিমের সভাপতিত্বে আয়োজিত দুর্যোগ ব্যাবস্থাপনা কমিটির সভায় প্রাধন অতিথির বক্তব্যে এসব কথা বলেন দুর্যোগ ব্যাবস্থাপনা ও ত্রানমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। এসময় ক্ষতিগ্রস্থ প্রায় ২০০ পরিবারের মাঝে চাল বিতরন করেন তিনি। এর আগে সকালে বিশেষ কপ্টার যোগে ভোলায় পৌঁছে রোয়ানু’র আঘাতে ক্ষতিগ্রস্থ ভোলাসদর,লালমোহন,তজুমদ্দিনসহ কয়েকটি এলাকা পরিদর্শন করেন তিনি। ত্রান বিতরন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা ৩ আসনের সাংসদ আলহাজ¦ নুরুন্নবী চৌধুরী শাওনের সহধর্মীনী ফারজানা শাওন , ভোলা ২ আসনের সাংসদ আলহাজ¦ আলী আজম মুকুল, দুর্যোগ ব্যাবস্থাপনা ও ত্রান মন্ত্রালয়ের অতিরিক্ত সচীব রিয়াজ উদ্দিন এবং জেলা প্রশাসক সেলিম উদ্দিন। অনুষ্ঠানে অন্যানের মধ্যে আরো অংশগ্রহন করেন লালমোহন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমদ, ভাইস চেয়ারম্যান ফকরুল আলম হাওলাদার, বি,আর, ডিবির চেয়ারম্যান মফিজুল ইসলাম, পৌর আ’লীগ সম্পাদক আলহাজ¦ শফিকুল ইসলাম বাদল, লালমোহন উপজেলা যুবলীগ সম্পাদক আবুল হাচান রিমন,সিনিঃ সহ-সভাপতি বদরুজ্জামান বাদল , পৌর যুবলীগ সভাপতি ফরহাদ হোসেন মেহের ও উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি এটি এম মর্তুজা সজীব, সাংগঠনীক সম্পাদক জাহাঙ্গীর আলম সুজন, কলেজ ছাত্রলীগ সম্পাদক রাকিবুল নাঈম সহ লালমোহন ও তজুমদ্দিন উপজেলার আ’লীগের সকল অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।