শনিবার, ২১ মে ২০১৬
প্রথম পাতা » ভোলা | শিরোনাম | সর্বশেষ » ভোলায় ঘূর্ণিঝড় রোয়ানুর তা-বে ৩ কার্গোসহ শতাধিক নৌকাডুবি : নিখোঁজ ৮
ভোলায় ঘূর্ণিঝড় রোয়ানুর তা-বে ৩ কার্গোসহ শতাধিক নৌকাডুবি : নিখোঁজ ৮
লালমোহন বিডিনিউজ ,ভোলা প্রতিনিধি : ভোলার ইলিশা ফেরিঘাট এলাকায় ঘূর্ণিঝড় রোয়ানুর তা-বে একটি পাথর বোঝাই এবং দুইটি বালু বোঝাই কার্গো জাহাজসহ মেঘনা নদীর পাড়ে অবস্থানকৃত শতাধিক নৌকা ডুবে গেছে। এ ঘটনায় ৮ জেলে নিখোঁজ রয়েছে বলে জানা গেছে।
লালমোহনের লর্ডহার্ডিঞ্জ ইউপি চেয়ারম্যান আবুল কাসেম জানান, ফাতেমাবাদ এলাকার বাঁধ ধসে ৫ গ্রাম প্লাবিত হয়েছে। এছাড়া ঢালচর কুকরীমুকরী, জেলা সদরের মাঝের চর, কাচিয়ার চর ৪ ফুট পানিতে প্লাবিত হয়েছে। ভোলার মরেদ্দিন, খায়েরহাটম উদয়পুর রাস্তার মাথায় গাছ পড়ে থাকায় জেলার প্রধান সড়কে সারাদিন বাস চলাচল বন্ধ ছিল।
রেডক্রিসেন্ট সোসাইটির সম্পাদক আজিজুল ইসলাম জানান, ভোলা সদরের কাচিয়া, বাপ্তা, ইলিশা এলাকায় ২শতাধিক ঘর বিধস্ত হয়েছে। অসংখ্য গাছপালা ভেঙে পড়ায় বিদ্যুৎ সরবরাহ বিচ্ছন্ন হয়ে পড়েছে।
ভোলা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী তোফায়েল হোসেন জানান, চরাঞ্চলের লোকজনকে নিরাপদে আনা হয়েছে। এদিকে, জেলাব্যাপী ঝড়ের তা-বে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
জেলা প্রশাসক মো. সেলিম উদ্দিন জানান, সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে ওই সব শিক্ষা প্রতিষ্ঠানকে আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহারের নির্দেশ দেয়া হয়েছে।
এদিকে, তজুমদ্দিনে ঘরের চালে গাছ পড়ে নিহত হয়েছেন দুইজন। তারা হলেন- রেখা ( ২০) ও আকরাম ( ৯)।