
বুধবার, ১৮ মে ২০১৬
প্রথম পাতা » শিক্ষা | শিরোনাম | সর্বশেষ » অষ্টম শ্রেনী পর্যন্ত প্রাথমিক শিক্ষা - শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ
অষ্টম শ্রেনী পর্যন্ত প্রাথমিক শিক্ষা - শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ
লালমোহন বিডিনিউজ : অষ্টম শ্রেণি পর্যন্ত সব ধরণের শিক্ষা কার্যক্রম প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। বুধবার দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলনে তিনি একথা জানান।
এ সম্পর্কে শিক্ষামন্ত্রী আরও বলেন, আমাদের শিক্ষানীতির নির্দেশনা অনুসারে আমরা আমাদের দেশের সকল প্রকার শিক্ষা অষ্টম শ্রেণী পর্যন্ত প্রাথমিক শিক্ষার আওতায় চলে যাবে এবং সেখান থেকে এটা পরিচালিত হবে। এজন্য আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে শিক্ষা মন্ত্রণালয় থেকে সামারি পাঠাব এবং তার কাছ থেকে অনুশাসন চাওয়া হবে।
এ সময় তিনি জানান, নারায়ণগঞ্জে শিক্ষক লাঞ্ছনার ঘটনায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদফতরের গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পরই দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। নারায়ণগঞ্জে শিক্ষক লাঞ্ছনা প্রসঙ্গে তিনি বলেন, আমরা খুবই মর্মাহত এ কারণে যে আমাদের একজন শিক্ষকের সঙ্গে এ ধরণের আচরণ করা কখনও গ্রহণযোগ্য হতে পারে না। মন্ত্রণালয় ও মাউশির পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করে দেয়া হয়েছে।
শিক্ষামন্ত্রী বলেন, সিদ্ধান্ত হয়ে গেলেও এখন কিছু আনুষ্ঠানিকতা বাকি। প্রধানমন্ত্রীর কাছে সার-সংক্ষেপ পাঠিয়ে অনুমোদন নেওয়া হবে। প্রয়োজনে মন্ত্রিসভারও অনুমোদন নেওয়া হবে। তবে আজকের থেকে এই দিনটি ধরা হবে। শিক্ষার ক্ষেত্রে এত বড় মৌলিক পরিবর্তন আগে হয়নি।
এসময়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান বলেন, আজকের তারিখে কার্যক্রম শুরু করে দিলাম। নতুন অর্থ বছরের আগেই আনুসাঙ্গিক সব ঠিক করে ফেলা হবে। সভায় বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধি ছাড়াও বেশ কয়েকজন শিক্ষক উপস্থিত ছিলেন।
সভায় শিক্ষাবিদ ড. মুহম্মদ জাফর ইকবাল উপস্থিত না থাকলেও একটি লিখিত বক্তব্য পাঠান। তা পড়ে শোনান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব চৌধুরী মুফাদ আহমেদ।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ড. মুহম্মদ জাফর ইকবাল বলেন, প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা শিক্ষায় বিপর্যয় ডেকে এনেছে। এটা বাদ দিতে হবে।