সোমবার, ১৬ মে ২০১৬
প্রথম পাতা » লালমোহন | শিরোনাম | সর্বশেষ » কালের বিবর্তনে হয়েছে ॥ গ্রামগঞ্জে এখনো পিড়িতে বসে নরসুন্দর হওয়ার চিত্র দেখা যায়
কালের বিবর্তনে হয়েছে ॥ গ্রামগঞ্জে এখনো পিড়িতে বসে নরসুন্দর হওয়ার চিত্র দেখা যায়
লালমোহন বিডিনিউজ ,শাহীন কুতুব লালমোহন : কালের বিবর্তন হয়েছে। লেগেছে নরসুন্দরে আধুনিকতার ছোঁয়া। সৃষ্টি হয়েছে বিউটি পার্লার, হেয়ার স্টাইল। কিন্তু এখনো আছে সেই সনাতনে ভোলা জেলার লালমোহন উপজেলার পশ্চিম চর উমেদ ইউনিয়নের গজারিয়া বাজারে গরুর হাটের পুকুর পাড়ে পিড়িতে বসিয়ে কিশোর-বৃদ্ধের চুল, দাড়ি কেটে যাচ্ছেন নরসুন্দর চিত্তরঞ্জন শীল ও নারায়ন শীল। নারায়ন শীল বলেন আমি এ পেশায় জড়িত স্বাধীনের আগ থেকে। ভাসাপোড়া বন্যার সময় পার্শ্ববর্তী উপজেলা মনপুরা থেকে এদেশে আই। লেংটি পড়া অবস্থায় এই পেশার সাথে জড়িত। দীর্ঘ ৫০ বছর ২ ছেলে ও ১ মেয়েকে বিবাহ দিয়েছি। নরসুন্দর চিত্তরঞ্জন বাবুর ২ মেয়ে ১ ছেলে। ছেলে পেশায় খলিফা কাজ করে। নারায়নশীল ও চিত্তরঞ্জন শীল বলেন সপ্তাহে ২ হাট গজারিয়া আর কর্তার হাট বাজারে চুল কাটি। দেড়-দুই’শ টাকা কামাই হয়। এতেই সংসার মোটামুটি চলে যায়। চুল কাটা ২০ টাকা সেভ ৫/১০ টাকা নেই। সেভ করান সাবানের ফেনা দিয়ে। চুলকাটা ও সেভ করার পড় নেই কোন মাথা ও মুখ ম্যাসেজ। নেই স্যাবলন ও সেভিং লোশন। সেভ করার জন্য ফেনা তৈরির জন্য ব্যবহার করা হয় ৫৭০ ও লাক্স সাবান। এতে কাস্টমারের কোন অভিযোগ নেই। পিড়িতে বসে চুল কাটতে আক্ষেপ করে নরসুন্দর চিত্তরঞ্জন শীল ও নারায়নশীল বলেন টাকা-পয়সা না থাকার কারণে ভালো চেয়ার ও সুন্দর ঘর ভাড়া নিয়ে ব্যবসা করতে পারিনা।