সোমবার, ১৬ মে ২০১৬
প্রথম পাতা » ভোলা | শিরোনাম | সর্বশেষ » সরকার ঘোষিত গম না কেনায় ভোলার খাদ্য গুদামের সামনে কৃষকদের অবস্থান ধর্মঘট বিক্ষোভ
সরকার ঘোষিত গম না কেনায় ভোলার খাদ্য গুদামের সামনে কৃষকদের অবস্থান ধর্মঘট বিক্ষোভ
লালমোহন বিডিনিউজ ,ভোলা প্রতিনিধি : সরকারী সিদ্ধান্ত মোতাবেক ভোলা জেলার বিভিন্ন উপজেলায় কৃষকদের উৎপাদিক গম ক্রয় করা হলেও জেলা সদর ভোলার কৃষকদের কাছ থেকে কোন গম ক্রয় করেনি খাদ্য অধিদপ্তর। রহস্যজনক কারনে ক্রয়ের সিদ্ধান্তহীনতার কারনে কৃষকরা তাদের উৎপাদিত গম নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরছে। সোমবার ভোলা সদর উপজেলার গম চাষীরা সংঘবদ্ধ হয়ে তাদের উৎপাদিত গম বস্তাবন্দি করে খাদ্য গুদামে বিক্রি করতে নিয়ে যায় কিন্তু ওই গম গুদাম কর্মকর্তা ক্রয় না করায় বিক্ষুদ্ধ কৃষকরা খাদ্য গুদামের সামনে বেলা পৌনে ১২ টা থেকে দুপুর সোয়া ২ টা পর্যন্ত অবস্থান ধর্মঘট ও বিক্ষোভ করেছে। এ সময় তারা অভিযোগ করে বলেন, জেলার শশীভূষন, চরফ্যাশন, লালমোহন ও বোরহানউদ্দিন উপজেলায় খাদ্য অধিদপ্তর সর্বমোট ৬৯৩ মেট্রিক টন গম ক্রয় করলেও ভোলা সদর উপজেলার কৃষকরা গম বিক্রি থেকে বঞ্চিত হচ্ছেন। কি কারনে এটি হচ্ছে তা কৃষকদের বোধগম্য নয়। জেলা খাদ্য অধিদপ্তর সূত্রে জানা যায়, ভোলা সদররে কৃষকদের কাছ থেকে ১১৩০ মেট্রিক টন গম কেনার সরকারী সিদ্ধান্ত রয়েছে। কিন্তু তা কেনার কোন প্রকার উদ্যোগ নেয়নি খাদ্য বিভাগ। এর কারন জানতে চাইলে সদর উপজেলার খাদ্য গুদাম কর্মকর্তা ওমর ফারুক নয়ন বলেন, কৃষি অধিদপ্তরের বাধার কারনে উপজেলা ক্রয় কমিটি মানহীন গম ক্রয় না করার সিদ্ধান্ত নেয়। যদিও এ সংক্রান্ত লিখিত কোন রেজুলেশন এখন পর্যন্ত তার হাতে আসেনি বলে তিনি জানান। ফলে এখনো ভোলা সদরের কৃষকদের কাছ থেকে গম কেনা সম্ভব হচ্ছে না। ভোলা সদর কৃষি অধিদপ্তরের দাবী ব্লাস্ট রোগে আক্রান্ত হয়ে এখানকার উৎপাদিত গমগুলো নষ্ট হয়ে গেছে। তাই এগুলো সংগ্রহের অনুপযোগী। এব্যাপারে জেলা খাদ্য অধিদপ্তর কর্মকর্তা অনন্ত কুমার জানান ভোলার গমের দানা একটু চিকন হলেও এর মান ভালোই মনে হয়। অন্য উপজেলার গম ভালো মানের বলেই ক্রয় করা হয়েছে বলে দাবী করেন তিনি। ভোলা সদরের ক্রয় কমিটির সিদ্ধান্ত হলে এখানকার কৃষকদের উৎপাদিত গম ক্রয় করতে পারবো বলেও জানান তিনি।
এদিকে ভোলায় গুদামের সামনে অবস্থান ধর্মঘট চলাকালে পূর্ব ইলিশা নামক ইউনিয়নের কৃষক হিরন, মিলন ও কামালউদ্দিন সহ বেশ কয়েকজন কৃষক বলে, আমাদের কাছ থেকে গম না কিনে খাদ্য বিভাগ প্রতারনা করেছে। এতে আমরা মারাত্মক ক্ষতির স্বিকার হচ্ছি। তাদের উৎপাদিত গমগুলো অনতিবিলম্বে ক্রয় করে কৃষকদের ক্ষতির হাত থেকে রক্ষা করতে দাবী জানান তারা।