ভেলার চরফ্যাশনে পৃথক ঘটনায় আহত- ৪
লালমোহন বিডিনিউজ ,ভোলা প্রতিনিধি: ভোলার চরফ্যাশনে পৃথক ঘটনায় এক মহিলা সহ আরো ৩ জনকে পিটিয়ে আহত করেছে প্রতিপক্ষরা। উপজেলার কলমী ইউনিয়নের লাংলাপাতা ও আন্জুর হাট এলাকায় এ সকল ঘটনা ঘটে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা গেছে, বুধবার দুপুরের দিকে লাংলাপাতা বেড়ীঁর ঢালের খাস জমিনের কাঠাল নিয়ে দ্বন্দ হলে একই এলাকার প্রতিপক্ষ ছালাম, সোহাগ ও রেহানা একত্রিত হয়ে লাইলী বেগম ওরফে লাল বিবি (৫৫) কে পিটিয়ে আহত করে।
অপরদিকে আঞ্জুর হাট বাজারে বুধবার রাত সাড়ে ৯টার দিকে পাওনা টাকাকে কেন্দ্র করে হাজী তোফায়েল আহম্মেদের বসত ঘরে বাবু ও কামরুলের নেতৃত্বে হামলা চালিয়ে বিল্লাল (৩৫), মিরাজ (২০) সহ ৩ জনকে পিটিয়ে আহত করা হয়েছে। এসময় সন্ত্রাসীরা বগিদা দিয়ে ঘরের দরজা জানালা কুপিয়ে ঘরে প্রবেশ করে মালামাল লুট করে নিয়ে যায়। এ ঘটনায় শশীভূষণ থানার ২৩ জনসহ অজ্ঞাত ১০/১২ জনকে আসামী করে মামলা দায়ের করা হয়েছে। মামলার নং ৩। শশীভূষণ থানার অফিসার ইনচার্জ আবুল বাসার মামলার বিষয়টি নিশ্চিত করেছে।