মাদকে ভাসছে লালমোহনের চরছকিনা
লালমোহন বিডিনিউজ ,শান্ত সাহা লালমোহন : মাদকের সাগরে ভাসছে লালমোহনের মাদক জোন খ্যাত চরছকিনা । টাকার বিনিময়ে হাত বাড়লেই অনায়াসে মিলছে গাজাঁ, ইয়াবা সহ সকল ধরনের মাদকজাত দ্রব্য। অনুসন্ধান বলছে চরছকিনার জনশূন্য জনপদগুলোতে প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলে মাদকের রমরমা বানিজ্য। পদচারনায় মুখরিত হয়ে উঠে উপজেলার চিহিৃত মাদক ক্রেতা বিক্রেতাদের। সূর্য রশ্নি পশ্চিম আকাশে হেলে পড়ে অন্ধকার ঘনিয়ে আসার সাথে সাথে পাল্লা দিয়ে বাড়তে থাকে মাদক বানিজ্য, বিশেষ করে ইয়াবার বিকিনি। এই ইয়াবার চালান গুলো নৌপথে ও সড়কপথে লঞ্চ কিংবা বাসে লালমোহনে প্রবেশ করে। অনুসন্ধান আরো বলছে, মাদক জোন চরছকিনার মাদক সম্রাট সমরাজ্ঞীরা চার ভাগে বিভক্ত হয়ে নিয়ন্ত্রন করে চরছকিনা সহ আশেপাশের বেশ কয়েটি মাদক স্পট। আর সেল্টারে রয়েছে ক্ষমতাসীন দলের কয়েকটি ব্যার্নার সর্বস্ব সংগঠনের নেতারা। যার অনুকরনে তাদের সেল্টারে থাকা চিহিৃত মাদক সম্রাটরাও নিজেদেরও ক্ষমতাসীন দলের ব্যানারে স্বঘোষিত ত্যাগী নেতা জাহির করে মাদকের রমরমা ব্যাবসা চালিয়ে যাচ্ছে নির্বিঘ্নে। সংশিলিষ্ট সূত্র গুলো ও সরজমিন অনুসন্ধান বলছে, মাদক জোন চরছকিনার একাংশ নিয়ন্ত্রন করে উপজেলার কুখ্যাত ইয়াবা সম্রাট জামাল ওরোফে ইয়াবা জামাল ও তার স্ত্রী মাদক সম্রজ্ঞী সালমা। দ্বীয় ভাগ নিয়ন্ত্রন করে শাহাবুদ্দিন, বাহার ওরোফে গাজাঁ বাহার। এবং তৃতীয়াংশ নিয়ন্ত্রন করে রাসেল সহ বেশ কয়েকজন নতুন ইয়াবা সম্রাট। আশেপাশের এলাকা কলেজ পাড়া , সাপুরিয়া বস্তি, নতুন বাজার , কোরালমারা সহ বেশ কয়েকটি এলাকার মাদক ব্যাবসার নিয়ন্ত্রন এখন চিহিৃত ইয়াবা সম্রাজ্ঞের অপর এক ডন জসিম ওরোফে সাপুরিয়া জসিমও তার শক্তিশালী নেটওয়ার্কের আওতায়। অপরদিকে স্থানীয় কয়েকটি নির্ভরযোগ্য সূত্রের ভাষ্য মতে, সেল্টার দাতা অস্থীতহীন নেতাদের চক্রটি এতই শক্তিশালী যে প্রাশাসনে হুলীয়ায় বারবার এসব মাদক ব্যাবসায়ীদের আটক করা হলেও কিছু দিন পর আইনের ফাঁক-ফোঁকর দিয়ে বেড়িয়ে এসে আবারো শুরু করে সক্রিয় ভাবে জমজমাট মাদক ব্যাবসা। এক পর্যায়ে এসব দাগী মাদক ব্যাবসায়ীদের স্থায়ী নিমূর্লে ব্যার্থ হয়ে নিজেদের ইমেজ সংকট তৈরি করছে স্থানীয় প্রশাসন। ঘটনা চক্রে প্রশ্নের উত্থান হয় যে, স্থানীয় সাংসদ আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওনের মাদক মুক্ত ক্লিন ইমেজের লালমোহন কবে স্থানীয় প্রাশাসন লালমোহনের হাজারো আম জনতাকে উপহার দিতে সক্ষম হবে।