রবিবার, ৮ মে ২০১৬
প্রথম পাতা » লালমোহন | শিরোনাম | সর্বশেষ » ভোলায় অগ্রণী ব্যাংক অফিসার সমিতির কমিটি গঠন ।।সভাপতি পঙ্কজ কুমার নাথ ও সম্পাদক মিজানুর রহমান
ভোলায় অগ্রণী ব্যাংক অফিসার সমিতির কমিটি গঠন ।।সভাপতি পঙ্কজ কুমার নাথ ও সম্পাদক মিজানুর রহমান
লালমোহন বিডিনিউজ ,ভোলা প্রতিনিধি : ভোলায় অগ্রণী ব্যাংক লিমিটেড ভোলা অঞ্চলের অফিসার সমিতির কমিটি গঠন করা হয়েছে। শনিবার দুপুরে ভোলা আঞ্চলিক কার্যালয়ে এক সাধারন সভায় কেন্দ্রীয় নেতৃবৃন্দ ভোলা শাখার ব্যবস্থাপক পঙ্কজ কুমার নাথকে সভাপতি ও বাংলা বাজার শাখার ব্যবস্থাপক মিজানুর রহমানকে সাধারন সম্পাদক করে ১৭ সদস্যের কমিটি ঘোষনা করা হয়।
অনুষ্ঠানে অগ্রণী ব্যাংক অফিসার সমিতি বাংলাদেশ কেন্দ্রীয় সংসদের সভাপতি মোঃ মহিরুজ্জামান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অগ্রণী ব্যাংক অফিসার সমিতি বাংলাদেশ কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক মোঃ মোবারক হোসেন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অগ্রণী ব্যাংক অফিসার সমিতি বাংলাদেশ কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারন সম্পাদক মোঃ মামুনুর রশিদ, অগ্রণী ব্যাংক অফিসার সমিতি বাংলাদেশ কেন্দ্রীয় সংসদের নির্বাহী সদস্য এনায়েত উল্যাহ প্রমুখ।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি মোঃ কামরুজ্জামান বাবুল, মাসুদ আলম, মোঃ মহিউদ্দিন, যুগ্ম সম্পাদক শাহ আলম, মোস্তাফিজুর রহমান, মোঃ মনিরুজ্জামান, সাংগঠনিক সম্পাদক এ আর এম ইউছুফ, কোষাধক্ষ্য তানভীরুল আলম, দপ্তর সম্পাদক মোঃ খায়রুল বাসার, ক্রীড়া সম্পাদক এসএম ফরিদ উদ্দিন, সমাজসেবা সম্পাদক নুরুল ইসলাম নাহিদ, প্রচার সম্পাদক মোঃ সফিউল্লাহ, সদস্য নির্মল চন্দ্র দেবনাথ, গনেশ চন্দ্র দেবনাথ, শ্রাবন্তী সাহা।