শনিবার, ৭ মে ২০১৬
প্রথম পাতা » শিক্ষা | শিরোনাম | সর্বশেষ » এমপিওভুক্তির দাবিতে শিক্ষক-কর্মচারী মহাসমাবেশ ১১ মে
এমপিওভুক্তির দাবিতে শিক্ষক-কর্মচারী মহাসমাবেশ ১১ মে
লালমোহন বিডিনিউজ ,সোহেল ঢাকা : স্বীকৃতিপ্রাপ্ত সকল শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত করার প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবিতে ১১ মে (বুধবার) ঢাকায় শিক্ষক-কর্মচারী মহাসমাবেশ হবে। সকাল ১০ টার মহাসমাবেশ শুরু হবে কেন্দ্রীয় শহীদ মিনারে। প্রধান অতিথি থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক। সভাপতিত্ব করবেন নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশন সভাপতি অধ্যক্ষ এশারত আলী।
এশারত আলী বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক সকল স্বীকৃতিপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত করার প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবিতে মহাসমাবেশ”।
যোগদানের তারিখ থেকে চাকুরির বয়সকাল গণনা চান তারা।
তিনি বলেন, প্রায় ৮ হাজারের মতো প্রতিষ্ঠানে লক্ষাধিক শিক্ষক-কর্মচারী বছরের পর বছর এমপিওবিহীন অবস্থায় পাঠদান করে যাচ্ছেন। এসব প্রতিষ্ঠানে ছাত্র-ছাত্রীর সংখ্যা প্রায় ১০ লাখ । যদিও এশারত আলী দাবি করেন সংখ্যা ২০ লাখ।
এদিকে, সমাবেশকে সফল করতে শুক্রবার (৬মে) জাতীয় প্রেসক্লাব ও শিক্ষা ভবন এলাকায় পোস্টার লাগানো হয়েছে।