শনিবার, ৭ মে ২০১৬
প্রথম পাতা » চরফ্যাশন | শিরোনাম | সর্বশেষ » চরফ্যাশনে যুবতীকে বেঁধে নির্যাতনের অভিযোগে যুবলীগ নেতার ভাই আটক
চরফ্যাশনে যুবতীকে বেঁধে নির্যাতনের অভিযোগে যুবলীগ নেতার ভাই আটক
লালমোহন বিডিনিউজ ,ভোলা প্রতিনিধি : ভোলার চরফ্যাসনে বিয়ের দাবি তুলায় যুবতীকে সুপারী গাছের সাথে বেঁধে অমানুষিক নির্যাতন করার অভিযোগে যুবলীগ নেতা মো. কামরুল ইসলাম কাজলের ভাই জামালকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাতে উপজেলার নুরাবাদ ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের নজির মাঝি বাড়ি থেকে সহযোগী জামালকে আটক করা হলে মূল হোতা যুবলীগ নেতা কাজলকে এখনো আটক করতে পারেনি পুলিশ। এদিকে শনিবার বিকেলে কোর্টে হাজির করলে দায়িত্বরত ম্যাজেস্ট্রিট তাকে জেল হাজতে প্রেরণ করেন।
জানা গেছে, উপজেলার সাবেক নীলকমল বর্তমান নুরাবাদ ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের নজির মাঝির হাট এলাকার নজির মাঝির ছেলে মো. কামরুল ইসলাম কাজল (৩০) এর সাথে প্রায় এক বছর ধরে পাশ্ববর্তী এলাকার মো. মনিরের স্ত্রী নুর নাহার (২৬) এর সাথে পরকিয়া প্রেম সম্পর্ক চলে আসছে। বিষয়টি স্বামী মনির টের পেলে নাহারকে তার বাবার বাড়িতে ফেলে রাখেন। এসুযোগ কাজে লাগিয়ে কাজল নুর নাহারের পরকিয়ার সম্পর্ক আরো গভির হয়ে উঠে। বিষয়টি এলাকায় জানাজানি হলে কাজল তাকে বিয়ে করবে বলে আশ্বাস দিয়ে নাহারকে বিভিন্ন জাগায় নিয়ে তাকে স্ত্রী হিসেবে ব্যবহার করতে থাকেন। বধুবার সকালে বিয়ের দাবি নিয়ে কাজলের বাড়িতে গিয়ে উঠলে উপজেলা যুবলীগের সদস্য কাজল ও তার পরিবারের লোকজন আমাকে সুপারী গাছের সাথে বেঁধে এলোপাতাড়িভাবে কয়েক দফা অমানুষিক নির্যাত করে। ওই দিন রাতে নুর নাহার বাদী হয়ে ৪ জনকে বিবাদী করে চরফ্যাশন থানায় নারী নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।
চরফ্যাশন থার ভারপাপ্ত কর্মকর্তা ওসি এনামুল হক আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, সহযোগী জামালকে আটক করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। মূল হোতা কাজল গ্রেফতার অাতংকে গা ঢাকা দিয়েছে। তাকেও গ্রেফতারের জন্য পুলিশ চেষ্টা চলাচ্ছেন।