বৃহস্পতিবার, ৫ মে ২০১৬
প্রথম পাতা » চরফ্যাশন | শিরোনাম | সর্বশেষ » পরকিয়ার জের ধরে দুই সন্তানের জননীকে গাছের সাথে বেধেঁ অমানুষিক নির্যাতন
পরকিয়ার জের ধরে দুই সন্তানের জননীকে গাছের সাথে বেধেঁ অমানুষিক নির্যাতন
লালমোহন বিডিনিউজ ,ভোলা প্রতিনিধি : ভোলার চরফ্যাসনে দুই সন্তানের জননীকে সুপারী গাছের সাথে বেধে অমানুষিক নির্যতান করার অভিযোগ পাওয়া গেছে।
অভিযোগ সূত্রে জানা গেছে , উপজেলার সাবেক নীলকোমল বর্তমান নুরাবাদ ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের নজির মিয়ার ছেলে মোঃ কাজলের সাথে প্রায় এক বছর ধরে একই এলাকার নুর নাহারের পরকিয়া চলে আসছে। বিষয়টি নুর নাহারের স্বামী মোঃ মনির জানতে পেরে নুর নাহারকে ফেলে চলে যায়। এই সুযোগে কাজল নুর নাহারকে দিয়ে মনিরের নামে ভোলা কোর্টে মামল করান। সেই থেকে চলতে থাকে কাজল নুর নাহারের পরকিয়া প্রেম। বিষয়টি এলাকায় জানাজানি হলে কাজল তাকেঁ বিয়ে করবো বলে আশ্বাস দিলেও তা বাস্তবায়ন না করে নুর নাহার কে ভুলিয়ে ভালিয়ে দিনের পর দিন কাটাতে থাকে । গত বধুবার বিয়ের দাবিতে নুর নাহার কাজলের বাড়িতে গেলে কাজল ও তার পরিবারের লোকজন তাকেঁ সুপারী গাছের সাথে বেধে এলোপাতারী ভাবে মারধর করতে থাকে । পরে স্থানীয়রা নুর নাহারকে উদ্ধার করে চরফ্যাসন হাসপাতালে ভর্তি করে।
নুর নাহার জানান, কাজল আমাকে বিয়ের আশ্বাস দিয়ে ভোলা, বরিশাল,ঢাকার বিভিন্ন বাসায় নিয়ে বহুদিন ধরে আমার সাথে রাত কাটিয়েছে। তিনি আরো জানান, কাজল আমাকে বিয়ে না করলে আমি তাঁর বাড়িতে গিয়ে আত্মহত্যা করবো।
এ ব্যাপারে অভিযুক্ত কাজলের কাছে জানতে চাইলে তিনি বিষয়টি কৌশলে এড়িয়ে যান।
নুরাবাদ ইউনিয়ন চেয়ারম্যান মোঃ মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,কাজল যে কাজটি নুর নাহারের সাথে করেছে তা লজ্জাজনক । এর দৃষ্টান্তমুলক শাস্তি হওয়া উচিত।
এ ঘটনায় নুর নাহার বাদী হয়ে চরফ্যাসন থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
এ ব্যাপারে চরফ্যাসন থানার অফিসার ইনচার্জ মোঃ এলামুল হক জানান, অভিযোগের ভিত্তিত্বে অপরাধীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।