শুক্রবার, ২৯ এপ্রিল ২০১৬
প্রথম পাতা » লালমোহন | শিরোনাম | সর্বশেষ » ভোলার তজুমদ্দিন কে নদী ভাঙ্গন থেকে রক্ষায় ৪৫০ কোটি টাকা প্রস্তাব অনুমোদিত হওয়ায় এমপি শাওন কে লালমোহন - তজুমদ্দিনবাসীর অভিনন্দন
ভোলার তজুমদ্দিন কে নদী ভাঙ্গন থেকে রক্ষায় ৪৫০ কোটি টাকা প্রস্তাব অনুমোদিত হওয়ায় এমপি শাওন কে লালমোহন - তজুমদ্দিনবাসীর অভিনন্দন
লালমোহন বিডিনিউজ ,সালাম সেন্টু লালমোহন : বাংলাদেশের একমাত্র দ্বীপজেলা ভোলা এবং এ জেলার সবচাইতে অবহেলিত জনপদ ভয়াল মেঘনার তীর ঘেঁসা তজুমদ্দিন উপজেলা । এ উপজেলাটির সবচাইতে বড় সমস্যা নদী ভাঙ্গন । ভয়াল মেঘনার ভাঙ্গনে এ উপজেলার প্রায় দুই তৃতীয়াংশ নদী গর্ভে বিলীন হয়ে গেছে । নদী ভাঙ্গন কবলের পড়ে হাজার হাজার মানুষ তাদের শত শত একর জমি হারিয়ে অসহায় জীবন যাপন করছেন । সরকার পরিবর্তন হয় কিন্তু পরিবর্তন হয়নি এ এলাকার সাধারন মানুষের ভাগ্য । এলাকাবাসী জানান, বিগত সরকারের আমলে লালমোহন তজুমদ্দিনের সংসদ সদস্য ছিলেন মেজর হাফিজ উদ্দিন আহমদ । তিনি পরপর কয়েকবার সংসদ ও পানি সম্পদ মন্ত্রনালয়ের দায়িত্বে ছিলেন । কিন্তু এই এলাকাকে নদী ভাঙ্গনের কবল থেকে মুক্ত করার মত কোন ভূমিকাই তার ছিলনা।
মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি ( একনেক ) এর সভায় ভোলা ৩ লালমোহন তজুমদ্দিনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন এমপির প্রস্তাবিত তজুমদ্দিন উপজেলার প্রায় সাড়ে ৬ কিঃ মিঃ এলাকা জুড়ে ভয়াল মেঘনার তীর সংরক্ষনের জন্য ৪৫০ কোটি টাকার প্রকল্প অনুমোদন দেয়া হয় ।
এ সম্পর্কে এমপি শাওনের ফেজবুকে তার নিজস্ব এক ভিডিও বার্তায় তিনি বলেন, আজকের নদী ভাঙ্গা সেই অসহায় মানুষকে মেঘনার কড়াল গ্রাস থেকে রক্ষার জন্য গন প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের তজুমদ্দিনের প্রায় সাড়ে ৬ কিলোমিটার নদীর তীর সংরক্ষনের জন্য ৪৫০ কোটি টাকা বরাদ্ধ দিয়ে একনেকে যে প্রকল্পটি পাশ হয়েছে আমি লালমোহন ও তজুমদ্দিনের প্রায় ৫ লক্ষ মানুষের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কে ধন্যবাদ ও তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি ।
এই নদী ভাঙ্গা মানুষগুলো দীর্ঘদিন ঝড় বৃষ্টি আইলা জলোচ্ছাসের সাথে যুদ্ধ করে জিবিকা নির্বাহ করে যাচ্ছে । এক সময় যাদের শত শত একর জমি ছিল ঐ মেঘনা আজকে তাদের কে পথের ভিখারী বানিয়েছে । আজ তারা মানবেতর জীবন যাপন করছে । আমরা শিগ্রই সেই অসহায় মানুষগুলোর জন্য কৃষিখাত জমি বন্দোবস্তের ব্যাবস্থা নিবো । ইতিমধ্যে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর সহযোগীতায় কিছু কিছু পরিবারের মাঝে কৃষিখাত জমি বন্দোবস্ত দিয়েছি । ইনশাআল্লাহ খুব শিগ্রই আরো অনেক পরিবরের মাঝে কৃষিখাত জমি বন্দোবস্ত দিয়ে তাদের পূর্নবাসনের ব্যাবস্থা করবো । তিনি আবরো লালমোহন তজুমদ্দিনবাসীর পক্ষ থেকে মাননীয় ধন্যবাদ জানিয়ে বলেন যতদিন লালমোহন তজুমদ্দিনের মানুষ বেঁচে থাকবে শেখ হাসিনার অবদান আমরা সারা জীবন শ্রদ্ধা ভরে মনে রাখবো ।
অপরদিকে এ প্রকল্পটি পাশের খবর তজুমদ্দিন এলাকায় পৌছালে এই উপজেলার আনন্দের বন্যা বয়ে যায় । তজুমদ্দিন উপজেলা পরিষদ থেকে তাৎক্ষনিক মিষ্টি বিতরনের ব্যাবস্থা গ্রহন করা হয় । তজুমদ্দিনের আপামর জনতা এমপি শাওন কে শুভেচ্ছা ও অভিনন্দন জানান ।
তারা বলেন, আজ আমাদের এ উপজেলার নদী ভাঙ্গন রোধে আমাদের দ্বীপ বন্ধু আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন এমপির সূদৃষ্টি থাকায় আমাদের দূঃখ দূর্দশার চিত্র তিনি প্রধানমন্ত্রী বরাবর তুলে ধরেছেন । যার ফলে জাতীয়একনেকের সভায় তজুমদ্দিন উপজেলা রক্ষা বাঁধ প্রকল্পের জন্য সরকার ৪৫০ কোটি টাকা অনুমোদন করেছে । আমরা দ্বীপ বন্ধুকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই ।
তজুমদ্দিন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব অহিদুল্লাহ জসিম বলেন, আমাদের তজুমদ্দিন এলাকাটি নদী বেষ্টিত এবং উপজেলা সদরটা নদীর কাছাকাছি । এই প্রকল্পে তজুমদ্দিনে সরকারের যেমন শত শত কোটি টাকার সম্পদ রক্ষা হবে তেমন এ এলাকার বৃহৎ জনগোষ্ঠির জানমাল রক্ষা হবে । এ প্রকল্পটা আমাদের ভোলা জেলার মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ন প্রকল্প কারন এ প্রকল্পটা বাস্তবায়ন না হলে আগামী দু এক বছর পরে এ উপজেলা বিলীন হয়ে যেত । যেহেতু আমাদের মাননীয় সংসদ সদস্যের একান্ত প্রচেষ্টায় এবং মাননীয় প্রধানমন্ত্রীর সূদৃষ্টির কারনে তজুমদ্দিনের বৃহৎ জনগোষ্টির হাজার হাজার কোটি টাকার সম্পদ ও সরকারের শত শত কোটি টাকার সম্পদ রক্ষা পাবে । আমি তজুমদ্দিন উপজেলাবাসীর পক্ষ থেকে মাননীয় এমপি আলহ্াজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন কে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞ্যাপন করছি ।
তিনি বলেন, আমরা মঙ্গলবার এ সংবাদ পাওয়ার পর এলাকায় মিলাদের ব্যাবস্থা করেছি এবং উপজেলা পরিষদে কিছু মিষ্টি বিতরন করেছি । বৃধবার ছাত্রলীগ, যুবলীগ, আ”লীগ একটি আনন্দ মিছিল করার কথা রয়েছে ।