শুক্রবার, ২৯ এপ্রিল ২০১৬
প্রথম পাতা » লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে পূর্ব শত্রুতার জের ধরে ১ জনকে পিটিয়ে জখম
লালমোহনে পূর্ব শত্রুতার জের ধরে ১ জনকে পিটিয়ে জখম
লালমোহন বিডিনিউজ ,লালমোহন প্রতিনিধি : লালমোহনে পূর্ব শত্রুতার জের ধরে ১ জনকে পিটিয়ে গুরুত্বর জখম করার অভিযোগ মিলেছে। অভিযোগ সূত্রে , লালমোহন পৌরসভার ৮ নং ওয়ার্ডের গনেশপুরার বাড়ির আবু তাহেরের ছেলে সবুজ ও ফজলুর ছেলে নয়ন জুতা নিয়ে ঝগড়া করে। নয়ন বিষয়টি তার পরিবারের সদ্যদের জানায়। একপযায়ে নয়নের মা আশা, নানী ,চাচা জসিম ক্ষিপ্ত হয়ে এলেপাথারী মারধর শুরু করে। পরে রহিমাকে জ্ঞান অবস্থায় আশার ঘর থেকে উদ্ধার করা স্থানীয় জনতা । বর্তমানে রহিমা লালমোহন সদর হাসপাতালে ভর্তী রয়েছে। অপরদিকে এব্যাপারে লালমোহন থানায় একটি অভিযোগ দাখিল করা হয়েছে।