বুধবার, ২৭ এপ্রিল ২০১৬
প্রথম পাতা » লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে ট্রান্সেপোর্টের ভাড়াকৃত ট্রাতভর্তি সুপারী চুরির ঘটনায় গাড়ীসহ চোর আটক
লালমোহনে ট্রান্সেপোর্টের ভাড়াকৃত ট্রাতভর্তি সুপারী চুরির ঘটনায় গাড়ীসহ চোর আটক
লালমোহন বিডিনিউজ ,সালাম সেন্টু লালমোহন : লালমোহনে ট্রান্সেপোর্টের ভাড়াকৃত ট্রাতভর্তি সুপারী চুরির ঘটনায় গাড়ীসহ চোর আটক ।
জানা যায়, লালমোহন পানি উন্নয়ন বোর্ড সংলগ্ন ফারুক ট্রান্সপোর্ট থেকে দীর্ঘ প্রায় ৩মাস পূর্বে স্থানীয় সূপারী আড়ৎদার মোঃ ফারুক মিয়া একটি ট্রাক ভাড়া করেন বলে জানান আড়ৎদার মোঃ ফারুক মিয়া ।
তিনি বলেন, প্রায় ৩ মাস পূর্বে আমার ১৭৬ বস্তা সূপারী (যার মূল্য প্রায় ৭ লক্ষ টাকা) রংপুর পাঠানোর উদ্দেশ্যে ফারুক ট্রান্সপোর্ট থেকে একটি গাড়ী ভাড়া করি । কিন্তু গাড়ীর মালিক (ড্রাইভার) আমার সূপারীগুলো সঠিক স্থানে পৌছে না দিয়ে অন্যত্র বিক্রি করে দিয়ে পালিয়ে থাকে । আজ লোক মাধ্যমে সংবাদ পাই যে ট্রাকের মালিক ট্রাক সহ ভোলা ফেরীঘাট আছে তখন আমরা পুলিশে খবর দিয়ে তাকে আটক করতে সক্ষম হই ।
আরো বিস্তারিত আসছে………