সোমবার, ৪ মে ২০১৫
প্রথম পাতা » বিনোদন | শিরোনাম | সর্বশেষ » সেন্সর বোর্ডের ছুরিকাতলে সানির ‘মাস্তিজাদে’!
সেন্সর বোর্ডের ছুরিকাতলে সানির ‘মাস্তিজাদে’!
বিনোদন ডেস্ক: ফের সেন্সর বোর্ডের ছুরিকাতলে পড়লো সাবেক পর্নস্টার সানি লিওন অভিনীত ‘মাস্তিজাদি’ ছবিটি। শ্রমিক দিবসে সানি লিওন অভিনীত ‘মাস্তিজাদি’ ছবিটি মুক্তির কথা থাকলেও সেন্সর বোর্ডের বাধার মুখে শেষ পর্যন্ত মুক্তি পাইনি ছবিটি।
জানাগেছে, বলিউডের প্রথম অ্যাডাল্ট মুভি ‘মাস্তিজাদি’ মুক্তি পাওয়ার কথা ছিলো ১লা মে। কিন্তু সেন্সর বোর্ডের আপত্তির মুখে ছবিটি মুক্তির তারিখ পিছিয়েছে। তবে নতুন কোনো তারিখ ঠিক করেনি নির্মাতা মিলাপ যাবেরী। কারণ, ছবিটি এখনো সেন্সর বোর্ডের কাছেই পড়ে আছে।
বলিউড হাঙ্গামার এক রিপোর্টে বলা হয়েছে, ভারতের সেন্সর বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশন (সিবিএফসি)-এর সদস্যরা এখনও সানির ‘মাস্তিজাদি’ ছবি নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত নিতে পারেননি। ছবিতে অ্যাডাল্ট সিন ছাড়াও বেশকিছু সংলাপেও নাকি সমস্যা রয়েছে। যা শুনে সিনেমা মুক্তির পর উগ্রপন্থিরা উস্কে উঠতে পারে।
সেন্সর বোর্ডের ছুরিকাতলে পড়ে সানির ‘মাস্তিজাদে’ আদৌ মুক্তির আলো দেখে কি না তা নিয়ে অনেকেই সংশয় প্রকাশ করেছেন।
ছবি ‘মাস্তিজাদে’ নিয়ে সানি: