সোমবার, ৪ মে ২০১৫
প্রথম পাতা » জাতীয় | রাজধানী | রাজনীতি | শিরোনাম | সর্বশেষ » ২০২১ সালে চালু হবে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র; আইনের খসড়া অনুমোদন
২০২১ সালে চালু হবে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র; আইনের খসড়া অনুমোদন
লালমোহন বিডি নিউজ ডেস্ক: পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র আইন ২০১৫-এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে সরকার। সোমবার মন্ত্রী পরিষদের বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়।
আইনের আওতায় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র স্থাপন ও পরিচালনার জন্য ভেটিংসাপেক্ষে নিউক্লিয়ার পাওয়ার কোম্পানি অব বাংলাদেশ নামে একটি প্রতিষ্ঠান গঠনের প্রস্তাবও চূড়ান্ত অনুমোদন করা হয়েছে।
মন্ত্রীপরিষদ সচিব মোশাররাফ হোসাইন ভুইঞা জানান, রংপুরে এক হাজার মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মালিকানা থাকবে বাংলাদেশ আণবিক শক্তি কমিশনের হাতে। কেন্দ্রটি পরিচালনার দায়িত্ব পাবে নিউক্লিয়ার পাওয়ার কোম্পানি অব বাংলাদেশ।
২০২১ সাল নাগাদ চালু হতে যাওয়া এই বিদ্যুৎ কেন্দ্রের প্রথম পর্যায়ের কাজ শেষ হবে ২০১৭ সালে।
এই কেন্দ্র তৈরি ব্যয় হবে পাঁচ হাজার ৮৭ কোটি ৮১ লাখ টাকা।
এর মধ্যে প্রকল্প সহায়তা হিসেবে রাশিয়া দেবে চার হাজার কোটি টাকা।
বাকি এক হাজার ৮৭ কোটি টাকা দেবে বাংলাদেশ সরকার।
সূত্র:বিবিসি