রবিবার, ১০ এপ্রিল ২০১৬
প্রথম পাতা » লালমোহন | শিরোনাম | সর্বশেষ » ভোলার লালমোহনে নকলের সুযোগ না পেয়ে পরিক্ষার্থীদের তান্ডব । শিক্ষক লাঞ্চিত
ভোলার লালমোহনে নকলের সুযোগ না পেয়ে পরিক্ষার্থীদের তান্ডব । শিক্ষক লাঞ্চিত
লালমোহন বিডিনিউজ ,সালাম সেন্টু লালমোহন : ভোলার লালমোহনে এইচ এস সি পরিক্ষার কেন্দ্র লালমোহন করিমুন্নেছা-হাফিজ মহিলা ডিগ্রি কলেজে তান্ডব চালিয়েছে পরিক্ষার্থীরা ।
জানা যায়, রবিবার এইচ এস সি পরিক্ষার্থীদের ইংরেজি ২য় পত্রের পরিক্ষা ছিল । পরিক্ষা কেন্দ্রে নকল করার কোনো প্রকার সূযোগ সূবিধা গ্রহন করতে পারেনি বলে পরিক্ষার্থীরা ক্ষিপ্ত হয়ে হামলা ও ভাংচুর চালায় । ক্ষুদ্ধ পরিক্ষাথীরা ৭টি মোটর সাইকেল, কলেজ ভবনের কাঁচ ও যাবতীয় আসবাবপত্র ভাংচুর করে ।
এসময় তারা পরিক্ষা পর্যবেক্ষক শিক্ষকদের উপর ও হামলা করে ।
করিমুন্নেছা- হাফিজ মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ আব্বাছ উদ্দিন জানান, হামলায় মহিলা ডিগ্রি কলেজের ভূগোল লেকচারার মোঃ কাজল ইসলাম আহত হয়েছেন ।
সংবাদ শুনে লালমোহন থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে মোঃ রাফিজ ও মোঃ লোকমান নামের দু পরিক্ষার্থী কে আটক করে পুলিশ ।
লালমোহন উপজেলা নির্বাহী অফিসার শামসুল আরেফিন ও লালমোহন থানা অফিসার ইনচার্জ আকতারুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেন ।
আটককৃত পরিক্ষার্থীদের গ্রেফতার করা হয়েছে কিনা জানতে চাইলে লালমোহন থানা অফিসার ইনচার্জ আকতারুজ্জামান বলেন, তাদের কে গ্রেফতার করা হয়নি । পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে তাদের কে জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়েছে । কলেজ কতৃপক্ষ কোন মামলা না করলে আমরা কিভাবে কি করবো ।