
রবিবার, ১০ এপ্রিল ২০১৬
প্রথম পাতা » ভোলা | শিরোনাম | সর্বশেষ » ভোলায় পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির অবস্থান কর্মসূচি পালিত
ভোলায় পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির অবস্থান কর্মসূচি পালিত
লালমোহন বিডিনিউজ,ভোলা প্রতিনিধি : জাতীয় শিক্ষানীতি-২০১৬ এর উপ-ধারা পরিবর্তনের দাবীতে ভোলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। গতকাল রবিবার সকাল ১১টায় ভোলা সরকারি স্কুল মাঠের শহীদ মিনারে এ অবস্থান কর্মসূচি পালন করা হয়।
অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি ভোলা জেলা শাখার সভাপতি মাহবুব মোরশেদ বাবুল, সিনিয়র সহ-সভাপতি জিএম ফারুক আজাদ, সহ-সভাপতি মোঃ রফিকুল ইসলাম, সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম, সহ-সাধারন সম্পাদক আকতার হোসেন, অতিরিক্ত সহ-সাধারন সম্পাদক মামুন, অর্থ সম্পাদক মোস্তাফিজুর রহমান প্রমুখ।
এসময় বক্তারা বলেন, বর্তমান সরকার যে শিক্ষানীতি বাস্তবায়ন করতে যাচ্ছে তার মধ্যে উপ-ধারায় ক্লাশ-১ থেকে ৮ম শ্রেণী পর্যন্ত সৃজনশীল সহায়ক বই বন্ধের সিদ্ধান্ত নিয়েছে, যা বর্তমান সময়ের শিক্ষার্থীদের জন্য খুবই ক্ষতিকর দিক এবং ৯ম শ্রেণী থেকে উপর দিকে কোন সহায়ক বই প্রকাশ করতে হলে সরকারের অনুমতি লাগবে। এ দুটি আইন একদিকে যেমন শিক্ষার্থীদের জন্য ক্ষতিকর অন্যদিকে পুস্তক প্রকাশক ও বিক্রেতাদের জন্যও ক্ষতিকর। গ্রামের এমন কিছু অসহায় শিক্ষার্থী রয়েছে যারা টাকার অভাবে প্রাইভেট পড়তে পারেনা। তারা এ সব সহায়ক বই কিনে বাড়িতে বসে পড়া-শুনা করতে পারে। সরকার যদি এই বইগুলো বন্ধ করে দেয় তাহলে গরীব শিক্ষার্থীরা কোথায় যাবে? আমার সরকারে কাছে শিক্ষানীতি-২০১৬ এর এই উপ-ধারাগুলো পরিবর্তন চাচ্ছি। এসময় ভোলার পুস্তক প্রকশক ও বিক্রেতা সমিতির সকল ব্যবসায়ীরা সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত শহরের সকল দোকান বন্ধ রেখে এ অবস্থান কর্মসূচি পালন করেন।