শুক্রবার, ৮ এপ্রিল ২০১৬
প্রথম পাতা » লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে নেশা খাইয়ে সর্বস্ব লুট॥ আতঙ্কে হাজারো পরিবার
লালমোহনে নেশা খাইয়ে সর্বস্ব লুট॥ আতঙ্কে হাজারো পরিবার
লালমোহন বিডিনিউজ ,মো: আমজাদ হোসেন লালমোহন : লালমোহন উপজেলার বদরপুর ইউনিয়নের জনতা বাজারে এ ঘটনা ঘটে। সূত্র মতে, গত ২ এপ্রিল শনিবার রাতে বদরপুর ইউনিয়নের জনতা বাজার এলাকার তোফাজ্জল হোসেন হাওলাদার বাড়িতে তোফাজ্জল হোসেন হাওলাদারের ঘরে খাবার পানির ভিতরে নেশা মিশিয়ে দেয় অজ্ঞান পার্টির সদস্যরা। কলসে থাকা নেশা মিশানো পানি খেয়ে সুফিয়া(৬৫),ফাতেমা(৩৫),উৎসব(১৩), মাসুদ(৩৫) অজ্ঞান হয়ে পড়ে। এ সুযোগে অজ্ঞান পার্টির সদস্যরা ঘড় থেকে নগত ৬৫ হাজার টাকা, ৪ ভরি স্বর্ন সহ প্রয়োজনীয় কাগজ পত্র ও মালামাল নিয়ে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে লালমোহন সদর হাসপাতালে নিয়ে আসে। বর্তমানে তার লালমোহন সদর হাসপাতালে ভর্র্তি রয়েছে। অপরদিকে অজ্ঞান পার্টির আতঙ্কে ভুগছে জনতা বাজার এলাকার হাজারো পরিবার। কিন্তু প্রশাসন এব্যাপরে বরাবরের মতো নিরব ভূমীকায় অবর্তীন। এদিকে দোষীদের দ্রত গ্রেফতারের জোর দাবী জানায় জনতা বাজার এলাকার হাজারো অসহায় পরিবার।