
শুক্রবার, ৮ এপ্রিল ২০১৬
প্রথম পাতা » শিক্ষা | শিরোনাম | সর্বশেষ » জাতীয়করণের শর্ত -পাসের হার থাকতে হবে এসএসসি ৯০ শতাংশ, এইচএসসিতে ৮০ ও স্নাতক পর্যায়ে ৭০ শতাংশ।
জাতীয়করণের শর্ত -পাসের হার থাকতে হবে এসএসসি ৯০ শতাংশ, এইচএসসিতে ৮০ ও স্নাতক পর্যায়ে ৭০ শতাংশ।
লালমোহন বিডিনিউজ , সোহেল ঢাকা :স্কুল-কলেজ জাতীয়করণে আরো নতুন নতুন শর্ত জুড়ে দিচ্ছে সরকার। এসএসসি পরীক্ষায় পাসের হার থাকতে হবে ৯০ শতাংশ, এইচএসসিতে ৮০ ও স্নাতক পর্যায়ে ৭০ শতাংশ।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা অনুযায়ী, সরকারি স্কুল ও কলেজবিহীন উপজেলা সদরে ১টি করে প্রতিষ্ঠান জাতীয়করণের নীতিমালায় এমন শর্ত দেওয়া হয়েছে।
নীতিমালাটি ‘যে সকল উপজেলায় কোন সরকারি স্কুল বা কলেজ নেই সেখানে সংশ্লিষ্ট বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান নীতিমালা -২০১৬’ নামে পরিচিত হবে। সম্প্রতি এই নীতিমালার খসড়া চূড়ান্ত করেছে সরকার।
‘পাবলিক পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীর সংখ্যা ও ফলাফল’ অংশের ৬ দশমিক ১ নং ধারায় বলা হয়েছে, ‘পাবলিক পরীক্ষায় সংশ্লিষ্ট শ্রেণিতে অধ্যয়ণরত শিক্ষার্থীদের কমপক্ষে ৯০ শতাংশ অংশগ্রহণ করতে হবে।
ধারা ৬ দশমিক ২-এ বলা হয়েছে, ‘পাবলিক পরীক্ষার ক্ষেত্রে উওীর্ণের ন্যূনতম হার মাধ্যমিক অর্থাৎ এসএসসি পর্যায়ে ৯০ শতাংশ, এইচএসসিতে ৮০ এবং স্নাতক পর্যায়ে ৭০ শতাংশ।’
এছাড়াও স্কুল ও কলেজ পর্যায়ে কোন ক্লাসে কতজন শিক্ষার্থী থাকতে হবে, গ্রন্থাগারে কত বই থাকতে হবে ইত্যাদি বিষয় উল্লেখ করা হয়েছে।
বিস্তারিত জানতে চোখ রাখুন লালমোহন বিডিনিউজে।