শুক্রবার, ৮ এপ্রিল ২০১৬
প্রথম পাতা » ভোলা | শিরোনাম | সর্বশেষ » ভোলায় শহরে হঠাৎ করে চুরির উপদ্রুপ মটরসাইকেলসহ দোকানের টাকা মালামাল চুরি
ভোলায় শহরে হঠাৎ করে চুরির উপদ্রুপ মটরসাইকেলসহ দোকানের টাকা মালামাল চুরি
লালমোহন বিডিনিউজ ভোলা প্রতিনিধি ॥ ভোলা শহরের গজনবী স্টেডিয়াম এলাকায় হঠাৎ করে চোরের উপদ্রপ বেড়ে গেছে। বৃহস্পতিবার দিবাগত রাতে স্টেডিয়ামের সামনের পল্টিফিড ব্যবসায়ী হেলাল খানের ডিসকভার মটরসাইকেল দুবৃত্তরা নিয়ে গেছে। । একই রাতে ভোলা প্রেসক্লাবের সভাপতি এম হাবিবুর রহমানের বাসাসহ কয়েকটি বাসায় হানা দেয় ওই দুবৃত্তরা। এ ঘটনার কয়েক দিন আগে বাপ্তা বাসস্টান্ড এলাকায় অন্তত ৮টি দোকানে হানা দিয়ে নগদ টাকা ও মালামাল চুরির ঘটনা ঘটছে। স্থানীয়রা বলছে,ভোলা স্টেডিয়ামে বাণিজ্য মেলা উপলক্ষে বিভিন্ন এলাকা থেকে আসা বহিরাগত লোকজনের আনাগোনায় চুরির উপদ্রুপ শুরু হয়েছে। এলাকায় পুলিশের নিরাপত্তা ব্যবস্থা জোরদার না করায় চুরির ঘটনায় এলাকাবাসীর মধ্যে আতংক দেখা দিয়েছে।
পল্টিফিড ব্যবসায়ী হেলাল খান জানান,তার বাসা স্টেডিয়ামের সামনের গলির বিল্ডিং এর নিচ তলায়। রাতে বাসায় নিচ তলার সামনে ডিসকভার মটরসাইকেল লক করে ঘুমান। শুক্রবার সকালে ঘুম থেকে উঠে দেখেন তার মটর সাইকেল নেই। একই রাতে স্টেডিয়ামের সামনে ভোলা প্রেসক্লাবের সভাপতি এম হাবিবুর রহমানের বাসায়ও চোরের দল হানা দেয়। দুবৃত্তরা বাসায় কলাপসিবল গেইটের তালা কুপিয়ে ভাঙ্গার চেষ্টা করে ব্যর্থ হয়। এ ছাড়া আবাহাওয়া রোডের বাসিন্দা দৌলতখান আবু আবদুল্লাহ কলেজের প্রভাষক কামরুল হাসানের বাসার জানালা ভেঙ্গে রান্না ঘরের মালামাল নিয়ে যায়। এ ঘটনার ৪ দিন আগে ভোলা ইলিশা বাপ্তা বাস ষ্ট্যান্ড এলাকায় সফিকুল ইসলাম,জান্নাত ট্রের্ডাস,গোপাল দের টেলিভিন সার্ভিসিং সেন্টার,শংকরে ্ঔষধের দোকান, পলাশের সেলুন,লিটনের তৈলের দোকান,অমরের মুদ দোকানে নগদ টাকা পয়সা ও মালামাল চুরির ঘটনা ঘটছে বলে স্থানীয়রা জানিয়েছে। স্থানীয়রা বলেন,প্রতিদিন বিভিন্ন এলাকা থেকে শত শত লোক সার্কস ও লটারিতে অংশ নিতে স্টেডিয়ামে আসেন।
এ ব্যাপারে ভোলা থানার ওসি খায়রুল কবির বলেন, চুরির ২/১টি ঘটনা শুনেছেন। যাদের আয়ের উৎস নেই তারা সার্কাস দেখে। টাকার জন্য তারা এসব ঘটনা ঘটাতে পারে বলেও তিনি মন্তব্য করেন। চুরির উপদ্রুপ বন্ধে বিশেষ টহল ব্যবস্থা জোরদার করা হবে বলে তিনি জানান।