রবিবার, ৩ মে ২০১৫
প্রথম পাতা » লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে চেতনাশক ঔষুধ খাইয়ে প্রবাসীর ঘর ডাকাতির অভিযোগ
লালমোহনে চেতনাশক ঔষুধ খাইয়ে প্রবাসীর ঘর ডাকাতির অভিযোগ
লালমোহন বিডি নিউজ ডেস্ক: ভোলার লালমোহনে পূর্ব শত্রুতার জের ধরে খাবারের সাথে চেতনাশক ঔষুধ খাইয়ে সিঁধ কেঁটে প্রবাসীর ঘর ডাকাতি করেছে প্রতিপক্ষরা। শনিবার রাতে উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের চতলা এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওই এলাকায় উত্তেজনা বিজার করছে।
জানা যায়, ধলীগৌরনগর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের চতলা এলাকার নুরু ব্যাপারী বাড়ির মালেশীয়া প্রবাসী বশিরের স্ত্রী রহিমা বেগমের কে পাশ্বর্তী বাড়ির কান্নু মহাজন ধর্মীয় অনুযায়ী বোন ডাকেন। এই সুযোগ কাজে লাগিয়ে কান্নু মহাজন বিভিন্ন সময়ে নানা অজুহাত দিয়ে রহিমার কাছ থেকে জমির দলিল রেখে ১ লক্ষ ৪০ হাজার টাকা ধার নেয়। এতে করে উভয়ের বাড়িতে আসা যাওয়া ভাই বোনের সর্ম্পক গরে উঠে। এ বিষয়টি কান্নু মহাজনের পরিবারের সদস্যরা মেনে নিতে পারছিল না। এ ঘটনাকে কেন্দ্র করে শনিবার সন্ধ্যায় রহিমার রান্না করা খাবারে সাথে চেতনাশক ঔষুধ মিশিয়ে
দেয়। রাত ১০ টার দিকে ওই খাবার খেয়ে রহিমা বেগম মেয়ে সু বর্ণা, সিপলি ও ননদ পারবিন অচেতন হয়ে পড়ে। রাত ১১টার পাশ্বর্তী বাড়ির কান্নুর ছেলে মাকসুদের নেতৃত্বে ও জামাই আশ্রাফ সহ কয়েক জন মিলে সিঁধ কেঁটে রহিমার বসত ঘরে প্রবেশ করেন । এসময় ঘর থেকে ৫ ভড়ি স্বর্ণলংকার, ১ টি মোবাইল ও গচ্ছিত রাখা তিনটি দলিল নিয়ে যায় বলে অভিযোগ করেন রহিমা। এ ব্যাপারে অভিযুক্ত কান্নু মহাজন ১ লক্ষ ৪০ হাজার টাকা ধার নেওয়ার বিষয়টি স্বীকার করলে ও ডাকাতির সাথে তার পরিবারের সদস্যরা জড়িত নয় বলে তিনি দাবি করেন। এ ঘটনায় উভয় পরিবারের মধ্যে উত্তেজনা বিজার করছে।