শুক্রবার, ৮ এপ্রিল ২০১৬
প্রথম পাতা » লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহন পৌরসভার ভোটার সংখ্যা বৃদ্বি আরো ৩০৫২ জন
লালমোহন পৌরসভার ভোটার সংখ্যা বৃদ্বি আরো ৩০৫২ জন
লালমোহন বিডিনিউজ,শান্ত সাহা লালমোহন : লালমোহন পৌরসভার ভোটার সংখ্যা বৃদ্বি আরো ৩০৫২ জন।
পৌরসভার নবগঠিত ১০,১১,ও ১২ নং ওয়ার্ডের অন্তর্ভুক্ত ৩০৫২ জন ভোটারের তালিকা গত ২৭ মার্চ প্রকাশ করে উপজেলা নির্বাচন কমিশনার আমির খসরু গাজি। নব্য প্রনয়নকৃত ভোটার তালিকায় চরছকিনা মৌজার ১০ নং ওয়ার্ডের পুরুষ ভোটার সংখ্যা ৩৮৮ জন, মহিলা ৩৪৫জন, বালুচর মৌজার ১২ নং ওয়ার্ডের পুরষ ভোটার ৪৩২ জন, মহিলা ৩৯৫ জন, হরিগঞ্জ মৌজার ১২ নং ওয়ার্ডের পরুষ ভোটার ৭৪২ জন , মহিলা ভোটার ৭৫০ জন। মোট নাবঘঠিত ৩ ওয়ার্ডে পুরুষ ভোটার সংখ্যা ১৫৬২ ও মহিলা ভোটার সংখ্যা ১৪৯০ জন। নব ঘঠীত ৩ ওয়ার্ডের নব্য প্রনয়ন কৃত ভোটার তালিকার ব্যাপারে উপজেলা নির্বাচন কমিশনার আমির খসরু গাজির কাছে মুঠোফোনে জানতে চাইলে তিনি সাংবাদিকদের বলেন, নবগঠীত ৩ ওয়ার্ডের যেসব ভোটাররা নব্যপ্রনয়নকৃত ভোটার তালিকার অন্তর্ভুক্ত হয়েছেন এবং যে সব বৈধ ভোটাররা বাধ পড়েছেন তাদের কোন আপত্তী থাকলে আগামী ১২ এপ্রিলের মাধ্যমে তা শংশোধন করা যাবে।