বুধবার, ৬ এপ্রিল ২০১৬
প্রথম পাতা » ভোলা | শিরোনাম | সর্বশেষ » ভোলায় গনতন্ত্র চর্চাকে বেগবান করার জন্য স্টুডেন্টস কাউন্সিলের নিবার্চন অনুষ্ঠিত
ভোলায় গনতন্ত্র চর্চাকে বেগবান করার জন্য স্টুডেন্টস কাউন্সিলের নিবার্চন অনুষ্ঠিত
লালমোহন বিডিনিউজ , ভোলা প্রতিনিধি : সারা দেশে চলছে ইউনিয়ন পরিষদের নিবার্চন। এই নিবার্চনে ভোটাররা তাদের নাগরিক অধিকার “ভোট”প্রদান করতে পারুক বা নাইবা পারুক শিশুরা তাদের ভোট প্রদান করেছে সঠিক ভাবেই ।
বুধবার (৬ এপ্রিল) সাকালে ভোলা সদরের ধনিয়া ইউনিয়নে ৪২ নং ধনিয়া সরকারি প্রাথমিক উৎসব মুখর
পরিবেশে স্টুডেন্টস কাউন্সিলের নিবার্চনের ভোট গ্রহন অনুষ্ঠিত হয়।
সকাল ১০ টা থেকে শুরু করে ভোট গ্রহন চলে দুপুর ২ টা পর্যন্ত। এই নিবার্চনে ৩য় শ্রেনী থেকে ৫ম শ্রেনী পর্যন্ত ১৮ জন শিক্ষার্থী এই নিবার্চনে অংশ নেয়। স্কুলের শিক্ষার্থীরা তাদের মূল্যাবান ভোট দিয়ে এই ৭ জনকে নির্বাচীত করে।
নিবার্চনকে ঘিরে কোন কিছুরই কমতি ছিলনা। নিবার্চন কমিশনার থেকে শুরু করে পুলিং এজেন্ট, এজেন্ট,প্রিজাইডিং অফিসার, ব্যালট ব্রাংক্সস,ব্যালট পেপার, বুথ সবই ছিলো এখানে। শিক্ষার্থী শৃঙ্গলা বদ্ধ ভাবে লাইনে দাড়িঁয়ে ৩ টি বুথে স্বতঃস্ফূর্তভাবে ভোটে অংশ নিয়ে ব্যালটের মাধ্যমে নেতৃত্ব নির্বাচন করেছে।
নিবার্চনে জয় লাভ করেন পিংকু ,তানজিল, সানজিদা, সোমা,সিফাত,সাব্বিরও সানজিদা বেগম। এই ৭ জনকে বিদ্যালয়ের ৭টি মন্ত্রনালয় ভাগ করে দেয়া হবে। এগুলো হলো মন্ত্রণালয়গুলো হলো পরিবেশ, শিক্ষা, স্বাস্থ্য, খাদ্য, পানিসম্পদ, ক্রীড়া ও সাংস্কৃতিক এবং অভ্যর্থনা ও আপ্যায়ন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকসানা আফরোজ বলেন, শিশু থেকেই শিক্ষার্থীদের গনতন্ত্রের চর্চাকে বেগবান করার জন্য গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল হওয়া, অন্যের মতের প্রতি সহিষ্ণুতা ও শ্রদ্ধা দেখানোর অভ্যাস গড়ে তোলাই স্টুডেন্টস কাউন্সিলের নিবার্চনের মূল লক্ষ্য।
এই নিবার্চন যেমন শিশুদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে তেমনি অভিবাকরাও তাদের সন্তানকে নিবার্চনে উৎসাহ প্রদান করেছে। তবে অভিবাবকদের দাবী শিক্ষার্থীদের লিডার শিপও দক্ষতার উপর প্রশিক্ষন দিতে পারলে তারা আরো ভালো করবে বলে তাদের বিশ্বাস। ভোট শেষে বিজয়ীদের নিয়ে মিছিল বের করে শিক্ষার্থীরা।