বুধবার, ৬ এপ্রিল ২০১৬
প্রথম পাতা » ভোলা | শিরোনাম | সর্বশেষ » ভোলায় প্রতিবন্ধী যুবতীকে ধর্ষনের পর অবৈধ গর্ভপাত করাতে গিয়ে মৃত্যু
ভোলায় প্রতিবন্ধী যুবতীকে ধর্ষনের পর অবৈধ গর্ভপাত করাতে গিয়ে মৃত্যু
লালমোহন বিডিনিউজ ,ভোলা প্রতিনিধি : ভোলায় এক বাক ও শ্রবণ প্রতিবন্ধী গৃহপরিচারিকা যুবতীকে (২৫) ধর্ষনের পর অবৈধ গর্ভপাত করাতে গিয়ে সোমবার সকালে ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় মারা গেছে। এ ঘটনায় বোরহানউদ্দিন উপজেলার কুঞ্জেরহাট এলাকার অভিযুক্ত গৃহকর্তা ব্যবসায়ী মোশারেফ হোসেনকে পুলিশ আটক করতে না পারলেও তার স্ত্রী ও ছেলেকে আটক করেছে। এদিকে মারা যাওয়া প্রতিবন্ধির বোন রুমা বেগম সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, বোন রুমা বেগম কান্নাকাটি করে বলেন, সকলে তাকে অসহযোগীতা করছে। সে তাঁর বোনের বিচার প্রত্যাশী। কিন্তু সকল ডাক্তারি পরীক্ষার সনদ ও প্রমাণ পাল্টে ফেলার চেষ্টা চলছে বলে অভিযোগ করেন।
ভোলার বোরহানউদ্দিন উপজেলার হাকিমউদ্দিন এলাকার প্রতিবন্ধী যুবতীর বড় বোন রুমা বেগম অভিযোগ করনে, অভাবের তাড়নায় তাঁর মা-বাবা হারা বাক ও শ্রবণ প্রতিবন্ধী বোনকে কাজ করতে দেন বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নের কুঞ্জেরহাট এলাকার মোশারেফ হোসেনের বাড়িতে। সম্প্রতি মোশারেফ হোসেন কয়েকবার তার বিবাহযোগ্য যুবতী বোনকে ধর্ষন করে। কথা বলতে না পারায় সে চুপ ছিল। কিছু দিন যেতে না যেতেই বোন অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। বিষয়টি নিশ্চিত হওয়ার জন্যে আল্ট্রা¯েœাগ্রামসহ একাধিক পরীক্ষা করানো হয়েছে। এ ঘটনাটি মোশারেফ হোসেন ধামা চাপা দেওয়ার চেষ্টা চালায়। মোশারেফ হোসেন স্থানীয় হাতুরি ডাক্তার দিয়ে অবৈধ গর্ভপাত করার চেষ্টা করলে যুবতীর প্রচুর রক্তক্ষরন হয়। এক পর্যায় গত ১ এপ্রিল বোরহানউদ্দিন উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়। পরিস্থিতি অবনতি হলে ২ এপ্রিল ভোলা সদর হাসপাতালে ভর্তি করা ওই যুবতীকে। কিন্তু সোমবার সকাল ৯ টায় প্রতিবন্ধি যুবতির হাসপাতালে মৃত্যু হয়।
বোরহানউদ্দিন থানার ওসি রতনকৃষ্ণ রায় চৌধুরী জানান,তিনি ওই প্রতিবন্ধী গৃহপরিচারিকা কে ধর্ষন করা হয়েছে বলে অভিযোগ পেয়েছেন। মারা যাওয়া যুবতির লাশের ময়না তদন্ত চলছে। ময়নাতদন্তের রির্পোট না পাওয়া পর্যন্ত নিশ্চিত করে কিছু বলা যাবে না। এ ঘটনায় কুঞ্জেরহাট এলাকার অভিযুক্ত গৃহকর্তা মোশারেফ হোসেনের স্ত্রী ও ছেলেকে আটক করা হয়েছে। এ ব্যাপারে বোরহানউদ্দিন থানায় মামলার প্রস্তুতি চলছে।