বৃহস্পতিবার, ৩১ মার্চ ২০১৬
প্রথম পাতা » লালমোহন | শিরোনাম | সর্বশেষ » বড় কোন সহিংসতা ছাড়া লালমোহনের ২ ইউপিতে নির্বাচন অনুষ্ঠীত ॥ নির্বাচন বাঞ্চালে টেডা বাহীনির পুলিশের উপর হামলার চেষ্ঠা
বড় কোন সহিংসতা ছাড়া লালমোহনের ২ ইউপিতে নির্বাচন অনুষ্ঠীত ॥ নির্বাচন বাঞ্চালে টেডা বাহীনির পুলিশের উপর হামলার চেষ্ঠা
লালমোহন বিডিনিউজ ,শান্ত সাহা : বড় কোন সহিংসতা ছাড়া গতকাল উপজেলার বদরপুর ও রমাগঞ্জ ইউপিতে নির্বাচন অনুষ্ঠীত হয়। সকাল থেকেই প্রতিটি কেন্দ্রে শান্তিপূর্ন ভাবে ভোট গ্রহন সম্পন্ন হয়। এবং ভোটার দেরকেও শতইপুর্ত ভাবে ভোট দিতে দেখা যায়। নির্বাচন অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ
রাখতে আইনশৃঙ্খলা বাহীনির প্রতিটি সদস্যই ছিল সজাগ। পাশাপাশী নির্বাহী মেজিষ্টেট, র্যাব পুলিশের বিশেষ টিমও সকাল থেকেই দারিড়ে বেড়ায় পুরো নির্বাচনী মাঠ। তবে কোন কোন কেন্দ্রে আ’লীগ সমর্থিত প্রার্থীরা পেশী শক্তি ব্যাবহার করতে চাইলেও আইন শৃঙ্খলা বাহীনির প্রচেটায় তা সম্ভব হয়ে উঠেনী দলীয় হাইকমান্ডগুলোর ছায়াতলে থাকা একাধীক প্রার্থীর বহিরাগত ভাড়াটিয়া অনুসারীদের। কিন্তু নির্বাচন চলাকালীন সময়ে ২ ইউনিয়নের কিছু কিছু কেন্দ্রে প্রধান বিরোধী দল বিএনপির এজেন্ট ও প্রার্থীদের কেন্দ্র থেকে বেড় করে দেয়ার ঘটনা ঘটে। সকাল ১০ টা নাগাত রামাগঞ্জ ইউনিয়নের ৭ নং কেন্দ্রে আ’লীগ সমর্থিত মেম্বার প্রার্থী শাহাবুদ্দিনের (ফুটবল প্রতীকের) বহিরাগত ভাড়াটিয়া পেটোয়া বাহীনি ও অনুসারী সমর্থকরা প্রতিপক্ষ বিএনপি সমর্থিত প্রার্থী ( তালা প্রতীকের ) মিজান ও তার এজেন্টদের প্রাশাসনের সহায়তায় লাঞ্ছিত করে এবং কেন্দ্র থেকে বের করে দেয়। বেলা ০২ টা নাগাত রামাগঞ্জ ইউপিতে সংরক্ষিত মহিলা আসনের প্রার্থী (তাল গাছ প্রতীকের) বিলকীস বেগমের অনুসারী সমর্থকরা প্রতিক্ষ মহিলা মেম্বার প্রার্থী (কলম প্রতীকের) জিন্নাতুন নেসা ও তার অনুসারী কর্মী সমর্থকদের দাওয়া করে কেন্দ্র থেকে বের করে দিতে চায়। অপরদিকে বেলা ০১ টা নাগাত বদপুর ইউপিতে ৫ নং কেন্দ্রে মেম্বার প্রার্থী (মোরগ প্রতীকের ) জুয়েল ওরূফে টেডা জুয়েলের টেডা বাহীনির সদস্যরা প্রতিপক্ষ প্রার্থীর প্রতীক ফুটবলে জাল ভোট দেওয়ার ইস্যুকে কেন্দ্র করে পুলিশের উপর সেল ,টেডা দিয়ে হামলা চালানোর চেষ্ঠা চালায়। পরে অতিরিক্ত পুলিশ ও বিজিবি র্যাবের বিশেষ টিম লালমোহন সার্কেল রফিকুল ইসলামের নেত্বিতে ঝটিকা অভিযান চালিয়ে পরিস্থিতী স্বাভাবিক করে বলে এ রিপোর্ট লেখা পর্যন্ত জানা যায়।